Nokia Phone: নোকিয়া ২৭৮০ ফ্লিপ- লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ফিচার ফোন, দেখে নিন দাম ও বিভিন্ন ফিচার

Nokia: নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন।

প্রতীকী ছবি

1/10
নোকিয়ার নতুন ফিচার ফোন 'নোকিয়া ২৭৮০ ফ্লিপ' লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে। ভারতে এখনও লঞ্চ হয়নি এই ফোন। কবে লঞ্চ হবে সেই সম্পর্কে নির্দিষ্ট ভাবে কিছু জানাও যায়নি।
2/10
নোকিয়ার নতুন ফিচার ফোন পরিচালিত হবে KaiOS 3.1- এর সাহায্যে। নোকিয়ার এই ফ্লিপ ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৫১২ এমবি ইন্টারনাল স্টোরেজ।
3/10
HMD Global- এর এই ফিচার ফোনে রয়েছে একটি কোয়ালকম ২১৫ প্রসেসর। এছাড়াও নোকিয়া ২৭৮০ ফোনে রয়েছে রকটি ২.৭ ইঞ্চির TFT ডিসপ্লে। ভিতরের দিকে থাকবে এই ডিসপ্লে। এর সঙ্গে রয়েছে একটি ১.৭৭ ইঞ্চির সেকেন্ড ডিসপ্লে, যা বাইরের দিকের অংশে থাকবে।
4/10
নোকিয়া ২৭৮০ ফ্লিপ ফোনে VoLTE এবং RTT সাপোর্ট রয়েছে। এই ফোনে একটি ১৪৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
5/10
এই ফোনের দাম ভারতে কত হতে পারে সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি। তবে গ্লোবাল মার্কেটে এই ফোনের দাম ৯০ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪৫০ টাকা।
6/10
নীল এবং লাল রঙে এই ফোন লঞ্চ হয়েছে। নোকিয়া ওয়েবসাইটে সম্ভবত ১৭ নভেম্বর থেকে উপলব্ধ হবে এই ফোন।
7/10
এই ফোনে রয়েছে এফএম রেডিও সাপোর্ট। এছাড়াও রয়েছে Wi-Fi 802.11 b/g/n কানেক্টিভিটি সাপোর্ট।
8/10
একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ।
9/10
সম্প্রতি আবার নোকিয়ার নতুন ৫জি ফোন নোকিয়া জি৬০ ৫জি ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা।
10/10
৮ নভেম্বর থেকে নোকিয়ার এই ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। Nokia.com এবং অন্যান্য জনপ্রিয় প্রথম সারির অনলাইন পোর্টালের মাধ্যমে নোকিয়া জি৬০ ৫জি ফোন কেনা যাবে।
Sponsored Links by Taboola