Nokia G60 5G: ভারতে হাজির নোকিয়া জি৬০, এই ৫জি ফোনের দাম ও ফিচারগুলো দেখে নিন একনজরে
Nokia Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ৫জি ফোন নোকিয়া জি৬০ ৫জি। একটিই র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে এই ফোন।
নোকিয়া জি৬০ ৫জি
1/10
নোকিয়া জি৬০ ৫জি- এই ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা।
2/10
৮ নভেম্বর থেকে নোকিয়ার এই ৫জি ফোনের বিক্রি শুরু হবে ভারতে। Nokia.com এবং অন্যান্য জনপ্রিয় প্রথম সারির অনলাইন পোর্টালের মাধ্যমে নোকিয়া জি৬০ ৫জি ফোন কেনা যাবে।
3/10
আগামী ৭ নভেম্বর পর্যন্ত অফিশিয়াল নোকিয়া স্টোর থেকে এই ফনের জন্য প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা। এই সময়সীমার মধ্যে ৩৫৯৯ টাকার একটি নোকিয়া পাওয়ার ইয়ারবাডস লাইট পাওয়া যাবে একদম বিনামূল্যে।
4/10
কালো এবং Ice Colour শেডে লঞ্চ হয়েছে নোকিয়া জি৬০ ৫জি ফোন। অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট রয়েছে এই ফোনে।
5/10
নোকিয়া জি৬০ ৫জি ফোনে রয়েছে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে ২ দিন পর্যন্ত চার্জ থাকবে এই ফোনে।
6/10
এই ফোনে 5G non-standalone (NSA) architecture- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে Jio True 5G standalone (SA) কানেক্টিভিটি।
7/10
নোকিয়ার এই নতুন ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
8/10
এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর।
9/10
ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও কম আলো বা রাতের অন্ধকারে ভাল ছবি তোলার জন্য আধুনিক ফিচার রয়েছে নোকিয়া জি৬০ ৫জি ফোনে।
10/10
নোকিয়ার নতুন ৫জি ফোনে একটি IP52 রেটিং প্রাপ্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। ডুয়াল সিমের (ন্যানো) পাশাপাশি eSIM- এর সাপোর্ট রয়েছে নোকিয়া জি৬০ ৫জি ফোনে। এর ওজন প্রায় ১৯০ গ্রাম।
Published at : 01 Nov 2022 11:17 PM (IST)