One Charger For All Gadgets: এক চার্জারে চলবে সব গ্যাজেট ! সরকার নিতে পারে এই সিদ্ধান্ত

Gadget Charging Tips: একাধিক গ্যাজেটের জন্য একেক ধরনের চার্জার লাগবে না, এক চার্জারেই চার্জ করা যাবে একাধিক গ্যাজেট।

Charger Battery

1/10
একাধিক গ্যাজেটের জন্য একেক ধরনের চার্জার লাগবে না, এক চার্জারেই চার্জ করা যাবে একাধিক গ্যাজেট। সম্প্রতি কোম্পানিগুলির কাছে এমনই এক প্রস্তাব রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার।
2/10
সরকার স্মার্টফোন ও ট্যাবলেট সহ বিভিন্ন ডিভাইসের জন্য একটি সাধারণ চার্জারের কথা ভাবছে।ইতিমধ্যেই সরকারি বিষয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা।
3/10
আগামী ১৭ অগাস্ট এই বিষয়ে শিল্প মহলের সঙ্গে একটি আলোচনায় বসবে কেন্দ্র। সম্প্রতি উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।
4/10
শোনা যাচ্ছে, ভারতে একাধিক চার্জারের ব্যবহার বন্ধ করার মাধ্যমে আসলে ই-বর্জ্য রোধ করার পরিবেশ তৈরি করতে চাইছে সরকার।
5/10
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালের মধ্যে ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি USB-C পোর্ট, কমন চার্জিং স্ট্যান্ডার্ড গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
6/10
ইতিমধ্যেই এই বিষয়ের ওপর কাজ শুরু করে দিয়েছে ইউনিয়ন। একই ধরনের ভাবনা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।
7/10
এই বিষয়ে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের ওই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "যদি সংস্থাগুলি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পরিষেবা দিতে পারে, তবে কেন তারা ভারতে তা করতে পারে না ?
8/10
যদি ভারত এই পরিবর্তনের জন্য চাপ না দেয়, তবে এই জাতীয় ফেলে দেওয়া পণ্যগুলির সংখ্যা ভবিষ্যতে বাড়তেই থাকবে।
9/10
বর্তমানে বিদ্যমান চার্জারের পোর্টগুলিতে অসামঞ্জস্যতার কারণে গ্রাহকরা প্রতিবার একটি নতুন ডিভাইস কেনার সময় একটি পৃথক চার্জার কিনতে বাধ্য হন।
10/10
আগামী দিনে মোদি সরকারের 'ওয়ান চার্জার ফর অল গ্যাজেটস' নীতি বাস্তবায়িত হলে এই সমস্যা আর হবে না।
Sponsored Links by Taboola