One Charger For All Gadgets: এক চার্জারে চলবে সব গ্যাজেট ! সরকার নিতে পারে এই সিদ্ধান্ত
একাধিক গ্যাজেটের জন্য একেক ধরনের চার্জার লাগবে না, এক চার্জারেই চার্জ করা যাবে একাধিক গ্যাজেট। সম্প্রতি কোম্পানিগুলির কাছে এমনই এক প্রস্তাব রাখতে চলেছে কেন্দ্রীয় সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরকার স্মার্টফোন ও ট্যাবলেট সহ বিভিন্ন ডিভাইসের জন্য একটি সাধারণ চার্জারের কথা ভাবছে।ইতিমধ্যেই সরকারি বিষয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা।
আগামী ১৭ অগাস্ট এই বিষয়ে শিল্প মহলের সঙ্গে একটি আলোচনায় বসবে কেন্দ্র। সম্প্রতি উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।
শোনা যাচ্ছে, ভারতে একাধিক চার্জারের ব্যবহার বন্ধ করার মাধ্যমে আসলে ই-বর্জ্য রোধ করার পরিবেশ তৈরি করতে চাইছে সরকার।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ২০২৪ সালের মধ্যে ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য একটি USB-C পোর্ট, কমন চার্জিং স্ট্যান্ডার্ড গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যেই এই বিষয়ের ওপর কাজ শুরু করে দিয়েছে ইউনিয়ন। একই ধরনের ভাবনা তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রেও।
এই বিষয়ে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের ওই আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, যদি সংস্থাগুলি ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে পরিষেবা দিতে পারে, তবে কেন তারা ভারতে তা করতে পারে না ?
যদি ভারত এই পরিবর্তনের জন্য চাপ না দেয়, তবে এই জাতীয় ফেলে দেওয়া পণ্যগুলির সংখ্যা ভবিষ্যতে বাড়তেই থাকবে।
বর্তমানে বিদ্যমান চার্জারের পোর্টগুলিতে অসামঞ্জস্যতার কারণে গ্রাহকরা প্রতিবার একটি নতুন ডিভাইস কেনার সময় একটি পৃথক চার্জার কিনতে বাধ্য হন।
আগামী দিনে মোদি সরকারের 'ওয়ান চার্জার ফর অল গ্যাজেটস' নীতি বাস্তবায়িত হলে এই সমস্যা আর হবে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -