Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
এক কোটি ভুয়ো মোবাইল নম্বরের সংযোগ বিচ্ছিন্ন
স্প্যাম কল, ভুয়ো কলের ঠেলায় জেরবার হন গ্রাহকরা। অচেনা কোনও ফোন নম্বর থেকে ফোন এসে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করে দিয়েছে গ্রাহককে, এই নজিরও আছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ভুয়ো কল থেকে সাবধান থাকার বার্তা আসে নানা সময়ে পুলিশ, প্রশাসন ও টেলিকম মন্ত্রকের তরফে।
এবার টেলিকম মন্ত্রকের (DoT) তরফে জানানো হল, সঞ্চার সাথী পোর্টালের সাহায্যে এক কোটি ভুয়ো নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে সাইবার অপরাধ মোকাবিলা করে থাকে টেলিকম মন্ত্রক। গ্রাহক সন্দেহজনক কল ও মেসেজ রিপোর্ট করতে পারেন এখানে।
সঞ্চারসাথী পোর্টালের সাহায্যে মোবাইল ব্যবহারকারী চুরি যাওয়া স্মার্টফোনের খোঁজ ও ব্লক করতে পারেন। CEIR - এর সাহায্যে ব্যবস্থা নেওয়া যায় ভুয়ো KYC-র ব্যাপারেও।
পাশাপাশি, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) টেলিকম সংস্থাগুলিকে জানিয়েছে, স্প্যাম কলের জন্য বহু সংযোগ যারা নেয় তাদের কালো তালিকাভুক্ত করতে।
রোবোকল ও প্রি-রেকর্ডেড কল সহযোগে স্প্যামকারীদের সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ।
যোগাযোগ মন্ত্রক সূত্রে খবর, গত ১৫দিনে সাড়ে ৩ লাখ নম্বরের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ব্ল্যাকলিস্ট করা হয়েছে ৫০ সংস্থাকে।
পাশাপাশি, গত ১৫ দিনে সাড়ে ৩ লাখ অব্যবহৃত SMS হেডার এবং ১২ লাখ কনটেন্ট টেম্পলেটকে ব্লক করা হয়েছে।
সাইবার অপরাধ, আর্থিক দুর্নীতিতে জড়িত থাকায় প্রায় ২ লাখ ২৭ হাজার মোবাইল সেটকে ব্লক করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -