Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Foldable Phone: নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা, জানুন বিস্তারিত
নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা। এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে ফাইন্ড এন ফোল্ডেবল ফোন লঞ্চ করেছিল ওয়ানপ্লাস। এবার নতুন একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করবে এই সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনের নাম কিংবা কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি। কবে লঞ্চ হবে তাও জানা যায়নি।
শুধুমাত্র ওয়ানপ্লাস সংস্থার কো-ফাউন্ডার Pete Lau ট্যুইটারে নতুন ফোল্ডেবল ফোন লঞ্চের আভাস দিয়েছেন। আর অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোল্ডেবল ফোনের সঙ্গে হয়তো নতুন ফোনের কিছু মিল থাকতে পারে।
যেহেতু অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনের সঙ্গে নতুন ফোল্ডেবল ফোনের মিল থাকতে পারে তাই ফাইন্ড এন ফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে রয়েছে একটি ৭.১ ইঞ্চির ইনওয়ার্ড ফোল্ডিং ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫.৪৯ ইঞ্চির একটি কভার OLED ডিসপ্লে।
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোল্ডেবল ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাকম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি সেনসর, একটি ১৬ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।
এছাড়াও এই ফোনের আউটার ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেল এবং ইনার স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে একটি ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।
ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনের ফিচার ও স্পেসিফিকেশন এবং লঞ্চের দিনক্ষণ খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -