Foldable Phone: নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা, জানুন বিস্তারিত

OnePlus Foldable Phone: ২০২১ সালে ফোল্ডেবল ফোন ফাইন্ড এন লঞ্চ করেছিল ওয়ানপ্লাস সংস্থা। এবার ফের নতুন একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা।

প্রতীকী ছবি

1/10
নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস সংস্থা। এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে ফাইন্ড এন ফোল্ডেবল ফোন লঞ্চ করেছিল ওয়ানপ্লাস। এবার নতুন একটি ফোল্ডেবল ফোন লঞ্চ করবে এই সংস্থা।
2/10
তবে ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনের নাম কিংবা কোনও স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি। কবে লঞ্চ হবে তাও জানা যায়নি।
3/10
শুধুমাত্র ওয়ানপ্লাস সংস্থার কো-ফাউন্ডার Pete Lau ট্যুইটারে নতুন ফোল্ডেবল ফোন লঞ্চের আভাস দিয়েছেন। আর অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোল্ডেবল ফোনের সঙ্গে হয়তো নতুন ফোনের কিছু মিল থাকতে পারে।
4/10
যেহেতু অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনের সঙ্গে নতুন ফোল্ডেবল ফোনের মিল থাকতে পারে তাই ফাইন্ড এন ফোনের ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নেওয়া যাক।
5/10
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে রয়েছে একটি ৭.১ ইঞ্চির ইনওয়ার্ড ফোল্ডিং ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫.৪৯ ইঞ্চির একটি কভার OLED ডিসপ্লে।
6/10
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোল্ডেবল ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ১২ জিবি পর্যন্ত র্যাকম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ।
7/10
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি সেনসর, একটি ১৬ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১৩ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।
8/10
এছাড়াও এই ফোনের আউটার ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেল এবং ইনার স্ক্রিনের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
9/10
ওয়ানপ্লাস ফাইন্ড এন ফোনে একটি ৪৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।
10/10
ওয়ানপ্লাসের নতুন ফোল্ডেবল ফোনের ফিচার ও স্পেসিফিকেশন এবং লঞ্চের দিনক্ষণ খুব তাড়াতাড়িই প্রকাশ্যে আসবে বলে অনুমান করা হচ্ছে।
Sponsored Links by Taboola