Oppo A17k: কম দামে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৭কে ফোন, রয়েছে নজরকাড়া ফিচার
ওপ্পো ‘এ’ সিরিজের নতুন ফোন ওপ্পো এ১৭কে লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি ৬.৫৬ ইঞ্চির IPS LCD ডিসপ্লে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ এবং ColorOS 12.1- এর সাহায্যে। এছাড়াও ওপ্পো-র এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
রিয়েলমি সি৩৫, রেডমি এ১ প্লাস, মোটো ই৩২- এইসব ফোনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামবে ওপ্পো এ১৭কে ফোন।
ওপ্পো-র এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। নেভি ব্লু এবং সোনালি রঙে পাওয়া যাচ্ছে এই ফোন। ওপ্পোর ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন এবং অফলাইন স্টোর থেকে কেনা যাবে ওপ্পো এ১৭কে মডেল।
ওপ্পো এ১৭কে ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র্যাম। এছাড়াও রয়েছে ৪ জিবি ভার্চুয়াল র্যাম। এই ফোনে রয়েছে ৬৪ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ যা ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
এই ফোনের পিছনের অংশে রয়েছে ৮ মেগাপিক্সেলের সিঙ্গল রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
ওপ্পো ‘এ’ সিরিজের নতুন ফোন একটি IPX4 রেটিং প্রাপ্ত Splash Resistant ডিভাইস। অর্থাৎ জলের ঝাপটায় এই ফোন নষ্ট হবে না।
ওপ্পো এ১৭ ফোনের তুলনায় কম রেঞ্জের র্যাম, স্টোরেজ, ক্যামেরা সেনসর রয়েছে ওপ্পো এ১৭কে ফোনে। অর্থাৎ নতুন ফোন আগের তুলনায় কিছুটা কম উন্নত।
কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে মোটো ই২২এস ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা।
মোটোরোলার এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -