Oppo Pad Air: ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনের থেকে দাম কম ট্যাবের, কী কী ফিচার রয়েছে দেখে নিন
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো প্যাড এয়ার। এই ট্যাবের দাম ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনের তুলনায় কম। দেখে নিন, ওপ্পো প্যাড এয়ার ট্যাবের দাম ও বিভিন্ন ফিচার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ট্যাবের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ট্যাবের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা।
ধূসর রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো প্যাড এয়ার। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ওপ্পো রেনো ৮ প্রো মডেল লঞ্চ হয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা।
অন্যদিকে ওপ্পো রেনো ৮ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা।
ওপ্পো প্যাড এয়ার ট্যাবে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এই ট্যাবের র্যামের পরিমাণ ৪ জিবি থেকে বাড়িয়ে ৭ জিবি পর্যন্ত করা সম্ভব।
১০.৩৬ ইঞ্চির এই ট্যাবে অ্যান্ড্রয়েড ১২- র সঙ্গে ColorOS 12.1- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
এই ট্যাবে একটি ৭১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকতে পারে।
ওপ্পো প্যাড এয়ার ট্যাবে Wi-Fi 5, Bluetooth v5.1 এবং ইউএসবি টাইপ- সি পোর্টের সাপোর্ট রয়েছে।
এই ট্যাবের ওজন ৪৪০ গ্রাম। এখানে রয়েছে Dolby Atmos সাপোর্ট যুক্ত কোয়াড স্পিকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -