Oppo Pad Air: ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনের থেকে দাম কম ট্যাবের, কী কী ফিচার রয়েছে দেখে নিন

প্রতীকী ছবি

1/10
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো প্যাড এয়ার। এই ট্যাবের দাম ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনের তুলনায় কম। দেখে নিন, ওপ্পো প্যাড এয়ার ট্যাবের দাম ও বিভিন্ন ফিচার।
2/10
এই ট্যাবের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ট্যাবের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৯,৯৯৯ টাকা।
3/10
ধূসর রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো প্যাড এয়ার। আগামী ২৩ জুলাই থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
4/10
প্রসঙ্গত উল্লেখ্য, ওপ্পো রেনো ৮ প্রো মডেল লঞ্চ হয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের দাম ৪৫,৯৯৯ টাকা।
5/10
অন্যদিকে ওপ্পো রেনো ৮ ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা।
6/10
ওপ্পো প্যাড এয়ার ট্যাবে রয়েছে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এই ট্যাবের র‍্যামের পরিমাণ ৪ জিবি থেকে বাড়িয়ে ৭ জিবি পর্যন্ত করা সম্ভব।
7/10
১০.৩৬ ইঞ্চির এই ট্যাবে অ্যান্ড্রয়েড ১২- র সঙ্গে ColorOS 12.1- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
8/10
এই ট্যাবে একটি ৭১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকতে পারে।
9/10
ওপ্পো প্যাড এয়ার ট্যাবে Wi-Fi 5, Bluetooth v5.1 এবং ইউএসবি টাইপ- সি পোর্টের সাপোর্ট রয়েছে।
10/10
এই ট্যাবের ওজন ৪৪০ গ্রাম। এখানে রয়েছে Dolby Atmos সাপোর্ট যুক্ত কোয়াড স্পিকার।
Sponsored Links by Taboola