Phone Cleaning Tips: বাতাসে অতিরিক্ত আর্দ্রতা থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ফোন, পরিষ্কার করবেন কীভাবে?
ছবি সৌজন্যে- পিক্সেলস। বর্ষার মরশুমে আবহাওয়ায় অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতা থাকার কারণে অনেকসময় আমাদের স্মার্টফোনে একাধিক সমস্যা দেখা দিতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে- পিক্সেলস। আর্দ্রতার কারণে আপনার ফোনে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য আপনাকে ভালভাবে নিজের ফোন পরিষ্কার করে রাখতে হবে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। শুধু যে বর্ষার দিনেই বাতাসে আর্দ্রতা বেশি থাকে তা নয়। অন্যান্য অনেক সময়েও বাতাসে আর্দ্রতার পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যেতে পারে। সেই সময়েও কাজে লাগবে ফোন পরিষ্কার করে রাখার এই টিপস।
ছবি সৌজন্যে- পিক্সেলস। ফোন ভাল রাখার জন্য সারাবছরই স্মার্টফোন ভালভাবে এবং সঠিক পদ্ধতিতে পরিষ্কার করে রাখা প্রয়োজন। শুধু ফোন নয় অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেটের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
ছবি সৌজন্যে- পিক্সেলস। এবার দেখে নেওয়া যাক বর্ষার মরশুমে ফোনে আর্দ্রতাজনিত সমস্যা যাতে না হয় তার জন্য কীভাবে ফোন পরিষ্কার করে রাখবেন, সেই টিপসগুলি।
ছবি সৌজন্যে- পিক্সেলস। আমরা প্রায় সকলেই ফোনে কভার ব্যবহার করি। কেউ ব্যাক কভার ব্যবহার করেন। কেউ বা পুরো ফোন রাখেন একটি কেসের মধ্যে। ফোন পরিষ্কারের সময় সবার আগে এই ব্যাক কভার বা কেস খুলে নিতে হবে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। প্রথমে ফোন পরিষ্কার এবং শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। কোনও তরল বা স্পিরিট ব্যবহার না করাই ফোনের পক্ষে ভাল।
ছবি সৌজন্যে- পিক্সেলস। ফোনের কভারে জমে থাকা ময়লা দূর করার জন্য বিশেষ স্পিরিট ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে কভার ভালভাবে শুকিয়ে নিয়ে তারপর ফোনে লাগাবেন।
ছবি সৌজন্যে- পিক্সেলস। ফোনে চার্জ দেওয়ার জন্য কিংবা যে অডিও জ্যাক থাকে, এছাড়াও স্পিকার গ্রিল, পাওয়ার বাটন ভলিউম বাটন, ক্যামেরার অংশ এইসব জায়গা বিশেষ করে বাডস (কান পরিষ্কারের ইয়ার বাডস) দিয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন।
ছবি সৌজন্যে- পিক্সেলস। যদি দেখেন ফোনের স্ক্রিনের উপরে লাগানো স্ক্রিন গার্ডে কোনওভাবে ময়শ্চার বা আর্দ্রতা ধরে গেছে তাহলে ওই স্ক্রিন গার্ড বদলে নেওয়াই ভাল। নাহলে ডিসপ্লের উপর প্রভাব পড়তে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -