Viral News: যুবকের গোপনাঙ্গ কেটে নিলেন ডাক্তার প্রেমিকা, নেপথ্যে কী কারণ
মাধৌরা জেলার ১২ নম্বর ব্লকের বাসিন্দা ছিলেন ওই যুবক। তাঁর সঙ্গে মহিলা ডাক্তারটির ৫ বছর ধরে সম্পর্ক চলছিল।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সম্পর্ক থাকলেও বিয়ের ব্যাপারে কোনও উচ্চবাচ্য করতেন না যুবকটি বলে অভিযোগ। যা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
তরুণীকে জেরা করে জানা যায়, ওই মহিলাটি অনেক চেষ্টাচরিত্র করার পর যুবকটিকে রেজিস্ট্রি করার জন্য রাজি করান।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
সেই মতো কোর্টে তিনি রেজিস্ট্রি করাতে যান। তরুণীর অভিযোগ, কিন্তু যুবকটি সেদিনও আসেননি। এতেই আগুনে ঘি পড়ে।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
পুলিশের দাবি, এর প্রতিশোধ নিতেই মহিলা ডাক্তারটি যুবককে একদিন তাঁর বাড়ি ডেকে পাঠান। সেখানেই তাঁর লিঙ্গটি কেটে ফেলেন ওই তরুণী।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
প্রসঙ্গত, ২৫ বছরের তরুণী ডাক্তারটি হাজিপুরের বাসিন্দা। ঘটনার দিন তাঁর বাড়ি থেকে প্রচণ্ড চিৎকারের আওয়াজ আসে। তখনই প্রতিবেশীরা সক্রিয় হন।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
তাদের চেষ্টাতেই যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয়। দেখা যায়, যুবকটির লিঙ্গ কেটে ফেলেছেন ওই তরুণী। (প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
এই ঘটনায় ২৫ বছরের মহিলা ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই সাজা পাবে দোষী।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
বর্তমানে ওই যুবক পাটনা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় রয়েছেন।(প্রতীকী ছবি ঋণ - পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -