Government Scheme: ল্যাপটপ দেবে মোদি সরকার ! আপনি খবর পেয়েছেন তো ?
দেশের সার্বিক বিকাশে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। কন্যা সন্তানের জন্য বিশেষ যোজনা থেকে মহিলাদের স্বনির্ভর করার ডাক দিয়েছে সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার মোদি সরকারের নামে একটি বিশেষ প্রকল্পের কথা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জেনে নিন, কী এই প্রকল্প।
সম্প্রতি কয়েক বছরে অনেক রাজ্য সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ল্যাপটপ স্কিম শুরু করেছে। শিক্ষার্থীদের ডিজিটাল বিশ্বের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ নিয়ে রাজ্যগুলি।
বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে এই ধরনেরই এক খবর। যেখানে দাবি করা হচ্ছে, ছাত্রদের স্বনির্ভর করতে একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দেবে মোদি সরকার। এই স্কিমের নাম 'পিএম ন্যাশনাল ল্যাপটপ স্কিম'।
সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক টিম ইতিমধ্যেই 'প্রধানমন্ত্রী জাতীয় ল্যাপটপ স্কিম'-এর সত্যতা যাচাই করেছে। সংস্থা তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই সম্পর্কে তথ্য দিয়েছে।
যেখানে এই টিম টুইটে বলেছে,'http://pmssgovt.online' নামে একটি ওয়েবসাইট থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যের ল্যাপটপ প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী জাতীয় ল্যাপটপ স্কিম 2022-এর আওতায় একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে।
এই ভাইরাল বার্তা সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর। ভারত সরকার এই ধরনের কোনও পরিকল্পনা নেয়নি।
পাশাপাশি পিআইবিও বলেছে, এই ধরনের কোনও তথ্য বিশ্বাস করা উচিত নয়। কেন্দ্রীয় সরকারের যেকোনও প্রকল্প সম্পর্কে তথ্য পেতে এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। এর সঙ্গে কোনও স্কিমের রেজিস্ট্রেশনের ফাঁদে পড়ে আপনার ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
যদি কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর ভাইরাল বার্তায় সন্দেহ হয়, তবে আপনি তার সত্যতা যাচাই করতে পিআইবির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এর জন্য আপনাকে খবররে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ এ গিয়ে সত্যতা যাচাই করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -