Pink Whatsapp: ইউজারদের ঘুম কেড়েছে 'পিঙ্ক হোয়াটসঅ্যাপ', প্রতারণার নতুন ফাঁদে কীভাবে শিকার হতে পারেন আপনি?
ভুয়ো খবর ছড়ানোর মাধ্যম হিসেবে বর্তমানে বারবার শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপের নাম। শুধু তাই নয় দিনদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুর্নীতি এবং প্রতারণার পরিমাণও বাড়ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রচুর ইউজার রয়েছে এই অ্যাপের। আর তাই হ্যাকার বা স্ক্যামারদের বেশ সুবিধাই হয় একসঙ্গে অনেক ইউজারের সঙ্গে প্রতারণা করতে।
সম্প্রতি ইউজারদের আতঙ্ক, উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে 'পিঙ্ক হোয়াটসঅ্যাপ'। স্ক্যামাররা ইউজারদের লিঙ্ক পাঠিয়ে ডাউনলোড করতে বলছে।
এর মাধ্যমে নতুন লুকে গোলাপি রঙে নাকি হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে। সঙ্গে আবার থাকবে নতুন ফিচার। এই ফাঁদে একবার পা দিলেই সর্বনাশ। হ্যাকারদের হাত থেকে আর মুক্তি পাবেন না আপনি।
মুম্বই পুলিশ জনস্বার্থে সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে। পিঙ্ক হোয়াটসঅ্যাপের ভাইরাল মেসেজ সম্পর্কে সেখানে ইউজারদের সতর্ক করা হয়েছে।
কোনওভাবেই ইউজাররা যেন কোনও লিঙ্কে ক্লিক না করেন এবং ডাউনলোড না করেন, সেই প্রসঙ্গেই সতর্কবার্তা দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফে।
স্ক্যামাররা ইউজারদের কাছে এই বার্তা দিয়ে লিঙ্ক পাঠাচ্ছে যে সেখানে ক্লিক করে তা ডাউনলোড করলে নতুন গোলাপি লুকে হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে এবং থাকবে নতুন ফিচারও।
এই লিঙ্কের সঙ্গে আসলে যুক্ত থাকছে malicious software। এর মাধ্যমে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি। তাই সতর্ক থাকতে হবে।
নাহলে হ্যাকারদের হাতে চলে যাবে ইউজারদের সেনসিটিভ তথ্য। এমনকি পুরো ফোনের নিয়ন্ত্রণও হ্যাকারদের হাতে চলে যেতে পারে। কারণ ওই লিঙ্ক আসলে একটি phishing link।
পিঙ্ক হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আর্থিক প্রতারণার শিকার হতে পারেন ইউজার। ফোনে থাকা ইউজারদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে। এছাড়াও ইউজারদের তথ্য নিয়ে অপব্যবহার করতে পারে হ্যাকাররা। ফোনের পুরো নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যেতে পারে। ব্যক্তিগত ছবি, মেসেজ ফাঁস হওয়ার সম্ভাবনাও থাকছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -