Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Whatsapp Chat Security Features: হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখার জন্য কোন কোন ফিচার ব্যবহার করতে পারেন? রইল তালিকা
হোয়াটসঅ্যাপে (Whatsapp) কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার চ্যাট? চারদিকে যেভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার (WHatsapp Scam) পরিমাণ বাড়ছে, তার জেরে মনে হতে পারে হ্যাকার বা স্ক্যামারদের আটকানো বোধহয় কার্যত অসম্ভব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এমনটা মোটেই নয়। বরং হোয়াটসঅ্যাপে চ্যাট সুরক্ষিত রাখার জন্য একাধিক ফিচার রয়েছে। শুধু সেগুলো জেনে নিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই মুশকিল আসান হবে।
এবার দেখে নেওয়া যাক হোয়াটসঅ্যাপে ইউজারদের চ্যাট সুরক্ষিত রাখার জন্য এবং গোপনীয়তা সঠিকভাবে বজায় রাখার জন্য কী কী ফিচার রয়েছে।
চ্যাট লক- সম্প্রতিই এই ফিচার চালু হয়েছে। আগে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখা যেত। তবে এখন আপনি নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন।
ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট-দু'ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। নতুন এই চ্যাট লক ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি আরও ভালভাবে বজায় থাকবে। সুরক্ষিত থাকবে চ্যাট। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা সবই বাড়বে।
হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকে। অর্থাৎ দু'পক্ষের কথোপকথনের কিছুই জানতে পারে না খোদ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও। কোথাও কোনও রেকর্ডও রাখা হয় না।
এছাড়াও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ক্ষেত্রে রয়েছে টু স্টেপ বা দ্বিস্তরীয় ভেরিফিকেশনের সুবিধা। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা আরও বাড়ে।
হোয়াটসঅ্যাপে রয়েছে ভিউ ওয়ান্স অপশন। অর্থাৎ আপনি কোনও ছবি বা মেসেজ অন্য ইউজারকে ভিউ ওয়ান্স অপশন সহযোগে পাঠাতে পারবেন। এক্ষেত্রে অন্য প্রান্তের ইউজার আপনার পাঠানো ছবি, মেসেজ বিশেষ করে ছবি একবার দেখে নিলে আর সেই ছবি খুলে দেখা যাবে না।
এছাড়াও ভিউ ওয়ান্স অপশন যুক্ত ছবি ডাউনলোড করা যায় না, স্ক্রিনশটও তোলা যায় না। অতএব আপনার ছবি নিয়ে অন্য প্রান্তের ইউজার কোনও আপত্তিজনক কাজ করতে পারবে না।
হোয়াটসঅ্যাপে ইউজারদের কাছে অনেকসময়েই অজানা, অচেনা নম্বর থেকে অডিও বা ভিডিও কল আসে। এমন একটি নতুন ফিচার চালু হয়েছে যার মাধ্যমে একটি বিশেষ সুবিধা পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে অজানা, অচেনা নম্বর থেকে ফোনকল এলে ফোন সাইলেন্ট হয়ে যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -