MWC 2022: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নজর কাড়ল কারা ? দেখে নিন নতুন এই ফোনগুলি
Upcoming Phones 2022: প্রতীক্ষার দিন শেষ হয়েছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিজেদের নতুন ফোন তুলে ধরেছে বিশ্বের টেক জায়ান্টরা। দেখে নিন, ২০২২ সালে এই মেলায় নজর কাড়ল কোন গ্যাজেটগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোবাইল কংগ্রেসে তার ফ্ল্যাগশিপ Realme GT 2 সিরিজের স্মার্টফোন এনেছে রিয়েলমি। এই সিরিজে দুটি স্মার্টফোন রয়েছে। যার একটি রেগুলার GT2 অন্যটি প্রো সংস্করণ। Realme GT2 Pro হল বিশ্বের প্রথম স্মার্টফোন যা বায়ো-বেসড উপাদান ব্যবহার করে ডিজাইন করা হয়েছে।
Upcoming Phones 2022: এই টেক মেলাতেই দেখা গিয়ছে Nokia C2 সেকেন্ড এডিশন। যা আবার Nokia C21 সিরিজের নিচে রেখেছে কোম্পানি। এতে একটি 5.7-ইঞ্চি ডিসপ্লে ছাড়াও একটি 5MP রেয়ার ক্যামেরা ও একটি 2400mAh ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোন চলতি বছরের শেষে ভারতে আসার কথা। অন্তত তেমনই মনে করছে টেক ব্লগাররা।
MWC 2022-এ Poco M4 Pro স্মার্টফোনের ঘোষণা করেছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Poco। কোম্পানি ইতিমধ্যেই ভারতে স্মার্টফোন লঞ্চের তারিখ ও দাম প্রকাশ করেছে। স্মার্টফোনটি 7 মার্চ ভারতে লঞ্চ হবে। এর সবথেকে নিচের মডেলের দাম 14,999 টাকা (6GB + 64GB)। এ ছাড়াও রয়েছে অন্য দুটি ভ্যারিয়েন্ট, যাতে 6GB RAM, 128GB স্টোরেজ ও 8GB RAM-এর সঙ্গে 128GB স্টোরেজ থাকবে। এর দাম হবে যথাক্রমে 16,499 ও 17,999 টাকা।
HMD Global এই ইভেন্টে Nokia C21 ও Nokia C21 Plus স্মার্টফোন সামনে এনেছে। কোম্পানির এই 'এন্ট্রি-লেভেল' স্মার্টফোনগুলি সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত বৈশিষ্ট্য দিচ্ছে৷ Nokia C21 Plus মডলে একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি একটি 13MP রেয়ার ক্যামেরা সহ পাওয়া যাবে। অন্যদিকে Nokia C21-এ একই রকম ডিসপ্লে সাইজ দেওয়া রয়েছে। তবে সেই তুলনায় ব্যাটারি পাওয়ার ও ক্যামেরা ততটা ভাল নয় ফোনে। দুটি স্মার্টফোনই অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেমে চলে।
OnePlus এই বছরের শুরুতে চিনে তাদের OnePlus 10 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। MWC-তে সেই স্মার্টফোন সামনে এনেছে কোম্পানি। সংস্থা জানিয়েছে, এই স্মার্টফোন 2022 সালের মার্চের শেষে ভারতে লঞ্চ করা হবে। OnePlus 10 Pro হল কোম্পানির 2022 সালের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
Xiaomi MWC 2022-এ কোনও নতুন স্মার্টফোন সামনে আনেনি। তবে এর সাব-ব্র্যান্ড Poco দুটি Poco X4 Pro ও Poco M4 Pro লঞ্চ করেছে। Poco X4 Pro এর দাম 299 ইউরো (প্রায় 25,137 টাকা) থেকে শুরু। স্মার্টফোনটি Snapdragon 695 চিপসেটে কাজ করে যা 8GB RAM ও 256GB স্টোরেজ সহ পাওয়া যাবে। এতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 67W দ্রুত চার্জিং সমর্থন করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -