Tech Tips: অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ ফুরিয়ে যাচ্ছে? জায়গা খালি করতে কী কী করবেন?
স্মার্টফোন এখন আমাদের প্রায় সকলেরই নিত্যসঙ্গী। দৈনন্দিন জীবনের একাধিক কাজ করা যায় এই স্মার্টফোনের মাধ্যমে। তাই সেই ডিভাইসের স্টোরেজ যদি কমে যায় তাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশিরভাগ ইউজারই ব্যবহার করেন অ্যাড্রয়েড স্মার্টফোনের। আর এই ফোনের স্টোরেজ যদি ক্রমশ কমতে থাকে তাহলে সবার প্রথমে ডিভাইস ধীর গতিতে কাজ করা শুরু করবে অর্থাৎ আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন স্লো হয়ে যাবে।
এছাড়াও অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ কমতে থাকলে বা শেষ হয়ে গেলে বারবার ফোন হ্যাং করার প্রবণতাও দেখা যাবে। ফলে স্মার্টফোনের সাহায্যে যে কোনও কাজ করার সময় অসুবিধার সম্মুখীন হবেন ইউজাররা।
তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে স্টোরেজের পরিমাণ কমে গেলে এবং শেষ হয়ে গেলে কীভাবে আপনি ফোনের স্টোরেজ বা স্পেস ফাঁকা করবেন? এর জন্য সহজ কয়েকটি টিপস রয়েছে। সেগুলি মেনে চললেই ফোনের স্টোরেজ ঠিক ভাবে বজায় থাকবে।
ফোনে থাকা অপ্রয়োজনীয় অ্যাপগুলিকে ডিলিট করা উচিত। যে সমস্ত অ্যাপ আপনি ব্যবহার করেন না, সেগুলি ফোনে রেখে দেওয়া মানে ফোনের উপর চাপ বাড়ানো, বোঝা সৃষ্টি করা। এইসব অ্যাপ ডিলিট করলেই স্পেস ফাঁকা হবে ফোনে।
অনেকেই ফোনে সিনেমা ডাউনলোড করে দেখেন। গান, গেম, ছবি, ভিডিও ইত্যাদি ডাউনলোড করে রাখেন। অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোডের পরিমাণ যত কমাবেন, ফোনে তত বেশি পরিমাণ স্টোরেজ খালি থাকবে। তার ফলে ফোনও দ্রুত গতিতে কাজ করবে।
ফোনে অ্যাপ ডাউনলোড করে রাখলে তার সঙ্গে অ্যাপ ডেটা এবং ক্যাশে-ও থেকে যায় ফোনে অতএব অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিটের পাশাপাশি আপনাকে অ্যাপ ডেটা এবং অ্যাপের ক্যাশে-ও ডিলিট করতে হবে।
ফোনে খুব ভারী ফাইল ডাউনলোড করে অনেকদিন ধরে রেখে দেওয়া উচিত নয়। এই জাতীয় ফাইল প্রয়োজনীয় হলে তা অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করা প্রয়োজন। নাহলে ফোন স্লো হয়ে যায় অত্যধিক পরিমাণে।
বিভিন্ন ক্লাউড সার্ভিস যেমন- মাইক্রোসফট, গুগল ফটো, ওয়ান ড্রাইভ- এগুলি ব্যবহার করুন। তাহলে ফোনে ডাউনলোড না করে এইসব ক্লাউড সার্ভিস ডেটা সেভ করে রাখতে পারবেন আপনি। তার ফলে ফোনের স্টোরেজের পরিমাণ কমবে না।
অনেক সময় আমাদের ফোনে ডুপ্লিকেট অ্যাপ, ছবি এবং অন্যান্য অনেক কিছুই থেকে যায়। এইসব ডুপ্লিকেট জিনিস অবিলম্বে ডিলিট করা প্রয়োজন। তাহলে অ্যান্ড্রয়েড ফোনে স্টোরেজের পরিমাণ সঠিক ভাবে বজায় থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -