Rare Green Comet: এই হয়ত শেষ বার, প্রস্তর যুগের পর ফের পৃথিবীর আকাশে বিরল ধূমকেতু, খালি চোখে দেখা যাবে শীঘ্রই
এক বছর, দু’বছর বা ১০০ বছরও নয়, প্রায় ৫০ হাজার বছর পর দেখা গেলেও যেতে পারে। আবার হতে পারে এই শেষ বার। পৃথিবীর আকাশে ফের দেখা দিতে চলেছে বিরল সবুজ রংয়ের ধূমকেতু C/2022 E3। একটু একটু করে এগিয়ে আসছে সেটি। আগামী ২ ফেব্রুয়ারি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppC/2022 E3 ধূমকেতুটি আমাদের সৌরজগতের একেবারে শেষ প্রান্তেই সবচেয়ে বেশি সময় কাটায়। বিভিন্ন শিলা এবং বরফের যে পরিমণ্ডল আমাদের সৌরমণ্ডলকে ঘিরে রেখেছে, তার মধ্যেই অবস্থান C/2022 E3-র।
সেখানে অন্য নক্ষত্র এমনকি আকাশগঙ্গার অভিকর্ষ শক্তি সূর্যের চেয়েও ঢের বেশি। তার জেরে কখনও কখনও মহাজাগতিক বস্তু সমূহ ছিটকে বেরিয়ে আসে। সে ভাবেই ফের পৃথিবীর আকাশে দেখা মিলতে চলেছে C/2022 E3 ধূমকেতুর।
বিজ্ঞানীরা যদিও জানিয়েছেন, যত কাছাকাছিই চলে আসুক না কেন C/2022 E3, পৃথিবী থেকে দূরত্ব থাকবে ৪.৫ কোটি কিলোমিটার। অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যেকার দূরত্বের চেয়ে ১২০ গুণ বেশি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রতি ৫০ হাজার বছরে সূর্যকে এক বার প্রদক্ষিণ করে C/2022 E3। শেষ বার প্রস্তর যুগে পৃথিবীর আকাশে আবির্ভূত হয়েছিল। সেই সময় নিয়ানডার্থাল এবং মানুষের সহাবস্থান ছিল পৃথিবীতে।
প্রস্তর যুগে পৃথিবীর আকাশে C/2022 E3-র দেখা পাওয়া গিয়ে থাকতে পারে বলেও মত বিজ্ঞানীদের একাংশের। এ বারও C/2022 E3-এর দেখা পাওয়া সম্ভব বলে মনে করছেন তাঁরা। আলোক দূষণমুক্ত পরিবেশে, উত্তর গোলার্ধ থেকে তার দেখা মিলতে পারে বলে জানানো হয়েছে। বুয়োটস নক্ষত্রমণ্ডলের কাছাকাছি, লঘু সপ্তর্ষিমণ্ডলের পূর্বে রয়েছে C/2022 E3. আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি খালি চোখে দেখা যেতে পারে C/2022 E3-কে।
শুধু তাই নয়, বিজ্ঞানীরা জানিয়েছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত পৃথিবীরে আকাশে দেখা যেতে পারে C/2022 E3-কে। তবে সে ক্ষেত্রে উন্নত মানের টেলিস্কোপ বা হাই রেজলিউশনের ক্যামেরা থাকতে হবে। তার পর থেকে C/2022 E3 সৌরজগতের শেষ প্রান্তের দিকে ফিরতে শুরু করবে।
২০২২ সালের মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার জুইকি ট্রানজিয়েন্ট ফেসিলিটি থেকে প্রথম বার C/2022 E3-র হদিশ পান বিজ্ঞানীরা। বৃহস্পতির কক্ষপথ ঘেঁষে যাওয়ার সময় আমাদের সৌরমণ্ডলে চলে আসে সেটি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, C/2022 E3-কে ঘিরে রয়েছে বিভিন্ন গ্যাসের মেঘ। কার্বন গ্যাসের জন্যই সবুজ রংয়ের বলে ঠাহর হয়। তবে ওই কার্বনও বিরল প্রকৃতির, ডায়াটমিক কার্বন, যা একসঙ্গে দু’টি কার্বন পরমাণু নিয়ে গঠিত।
বিজ্ঞানীদের ধারণা, এ বারই হয়ত শেষ বার C/2022 E3-র দেখা মিলবে। কারণ তাঁদের আশঙ্কা, এত দ্রুত গতিতে ছুটে চলেছে ওই ধূমকেতু, সৌরমণ্ডল থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -