Realme 10: নতুন বছরে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে রিয়েলমি ১০ (Realme 10)। ট্যুইটারে এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে চিনের সংস্থা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরিয়েলমি (Realme India) সংস্থার ভারতীয় ওয়েবসাইটেও এই ফোন লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই রিয়েলমি ১০ ফোন লঞ্চ হয়েছে।
তবে রিয়েলমি ১০ ফোন কবে লঞ্চ হবে তার নিশ্চিত কোনও দিনক্ষণ জানা যায়নি। মাঝামাঝি রেঞ্জে এই ফোন লঞ্চ হবে ভারতে, এমনটাও শোনা গিয়েছে।
রিয়েলমি ১০ ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে ছিল মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং তার সঙ্গে যুক্ত ছিল ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
এছাড়াও এই ফোনে ছিল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি।
রিয়েলমি ১০ ৪জি ফোন তিনটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হতে পারে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চের সম্ভাবনা রয়েছে।
রিয়েলমি ১০ ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। তবে নিশ্চিত ভাবে এই ফোনের দাম সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।
অ্যান্ড্রয়েড ১২ এবং realme UI 3.0- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও এখানে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। এর রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। ভার্চুয়াল র্যাম ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। সেই সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি ১০ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVooc চার্জিং সাপোর্ট থাকতে পারে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -