Realme GT Neo 5: ১০ মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হবে এই স্মার্টফোনে, কোন ফোনে পাবেন এমন সুবিধা?
সম্প্রতি নতুন স্মার্টফোন (Smartphone) লঞ্চ করেছে রিয়েলমি (Realme) সংস্থা। জানা গিয়েছে, রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) মডেলে রয়েছে ২৪০ ওয়াটের (240W) ফাস্ট চার্জিং সাপোর্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর সাহায্যে এই স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি নিও ৫ ফোনে ২০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৮০ সেকেন্ড, ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৪ মিনিট এবং ১০০ শতাংশ অর্থাৎ ফুল চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে।
মাত্র ২০ সেকেন্ড চার্জ দিলে এই ফোনে প্রায় ২ ঘণ্টা কথা বলা যাবে। রিয়েলমি জিটি নিও ৫ ফোন অবশ্য ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়েও একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। সেখানে ব্যাটারির সাইজ আগের ভ্যারিয়েন্টের তুলনায় কিছুটা বড়।
উল্লেখ্য, রিয়েলমি জিটি নিও ৫ ফোনের যে ভ্যারিয়েন্টে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সেখানে ৪৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। অন্যদিকে ১৫০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত ভ্যারিয়েন্টে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর।
তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
২৪০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ভ্যারিয়েন্টে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে যা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
অন্যদিকে ১৫০ ওয়াটের চার্জিং সাপোর্ট যুক্ত মডেলে রয়েছে ৮ জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
আপাতত চিনে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৫ ফোন। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে। গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে রিয়েলমির এই ফোন। তবে সেক্ষেত্রে ফোনের নাম হতে পারে রিয়েলমি জিটি ৩।
অনুমান করা হচ্ছে, রিয়েলমি জিটি ৩ ফোন আদতে রিয়েলমি জিটি নিও ৫ ফোনের rebadged ভার্সান হতে চলেছে। তাই এই দুই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইনে মিল থাকবে বলে মনে করা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -