Realme: আসছে রিয়েলমির নতুন ফোন, চার্জ হবে মাত্র কয়েক মিনিটে! থাকবে নজরকাড়া ফিচার
রিয়েলমি (Realme) সংস্থা তাদের নতুন ফোন রিয়েলমি জিটি নিও ৫ (Realme GT Neo 5) লঞ্চ করতে চলেছে। আপাতত এই ফোন চিনে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরের মাসে চিনে রিয়েলমির এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই বছরের শেষদিকে বা পরের বছর গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোন ভারতেও লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।
রিয়েলমি জিটি নিও ৫ ফোনের মূল আকর্ষণ হতে চলেছে ২৪০ ওয়াটের আলট্রা ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। শোনা গিয়েছে, এই ৫জি ফোন দুটো ব্যাটারি ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হতে পারে।
একটি মডেলে থাকতে পারে ৪৮৫০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে আর একটি ভ্যারিয়েন্টে থাকতে পারে ৪৪৫০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট।
দুটো ফোনেই থাকবে দুটো করে ব্যাটারি সেল (যথাক্রমে ২৪২৫ এমএএইচ এবং ২২২৫ এমএএইচ)। যে ফোনে ৪৮৫০ এমএএইচ ব্যাটারি থাকবে সেখানে ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
অনুমান করা হচ্ছে, একটি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকলে এবং সেখানে ২৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকলে সেই ফোন পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ১৫ মিনিট।
অন্যদিকে একটি ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ২৪০ ওয়াটের চার্জিং ফিচার থাকলে পুরো চার্জ হয়ে যাবে ১০ মিনিটের মধ্যে।
বর্তমানে আইকিউওও ১০ প্রো ফোনে ২০০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এবং তা চার্জ হতে সময় লাগে মাত্র ১০ মিনিট।
শাওমি ১২ প্রো ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে শাওমি ১৩ প্রো ফোন। জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার আভাস দিয়েছেন যে এবছর মার্চেই শাওমি ১৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে।
গতবছর অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসে চিনে শাওমি ১৩ সিরিজ লঞ্চ হয়েছে। এবার গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতে লঞ্চের পালা। অনুমান, এবছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হতে পারে। শাওমি ১৩ সিরিজে থাকতে পারে ভ্যানিলা বা বেস মডেল শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো- এই দুই ফোন। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -