Redmi Smartphone: ভারতে একই দিনে হাজির রেডমির দুই ফোন, কোন কোন মডেল লঞ্চ হয়েছে?
ভারতে একই দিনে লঞ্চ হয়েছে রেডমি সংস্থার দুটো ফোন। রেডমি নোট ১২ ৪জি এবং রেডমি ১২সি লঞ্চ হয়েছে ভারতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। শাওমি এই ফোনের দাম ১০০০ টাকা ছাড় দিচ্ছে।
আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে এই ছাড় পাওয়া যাবে এবং ফোনের দাম হবে ১৩,৯৯৯ টাকা। এছাড়াও শাওমি সংস্থা এই ফোনের দামে loyalty discount হিসেবে ১৫০০ টাকা ছাড় দিচ্ছে।
রেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টেও প্রযোজ্য হবে একই ছাড়।
লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ ৪জি ফোন। ৬ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে অ্যামাজন থেকে।
এছাড়াও লঞ্চ হয়েছে রেডমি ১২সি (Redmi 12C) বাজেট ফোন। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। আর ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।
এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের অন্যান্য ফিচার দেখে নেওয়া যাক।
রেডমি ১২সি ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন ও এলসিডি প্যানেল। তার উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
রেডমি নোট ১২ সিরিজের অন্যান্য ফোন ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। চিনেও সম্প্রতি লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ টার্বো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -