Redmi Smartphone: ভারতে একই দিনে হাজির রেডমির দুই ফোন, কোন কোন মডেল লঞ্চ হয়েছে?

Smartphone: রেডমি নোট ১২ ৪জি এবং রেডমি ১২সি লঞ্চ হয়েছে ভারতে।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
ভারতে একই দিনে লঞ্চ হয়েছে রেডমি সংস্থার দুটো ফোন। রেডমি নোট ১২ ৪জি এবং রেডমি ১২সি লঞ্চ হয়েছে ভারতে।
2/10
রেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। শাওমি এই ফোনের দাম ১০০০ টাকা ছাড় দিচ্ছে।
3/10
আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনলে এই ছাড় পাওয়া যাবে এবং ফোনের দাম হবে ১৩,৯৯৯ টাকা। এছাড়াও শাওমি সংস্থা এই ফোনের দামে loyalty discount হিসেবে ১৫০০ টাকা ছাড় দিচ্ছে।
4/10
রেডমি নোট ১২ ৪জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এই ভ্যারিয়েন্টেও প্রযোজ্য হবে একই ছাড়।
5/10
লুনার ব্ল্যাক, ফ্রস্টেড আইস ব্লু এবং সানরাইজ গোল্ড- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ ৪জি ফোন। ৬ এপ্রিল থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে অ্যামাজন থেকে।
6/10
এছাড়াও লঞ্চ হয়েছে রেডমি ১২সি (Redmi 12C) বাজেট ফোন। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯৯ টাকা। আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।
7/10
এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের অন্যান্য ফিচার দেখে নেওয়া যাক।
8/10
রেডমি ১২সি ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
9/10
ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন ও এলসিডি প্যানেল। তার উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
10/10
রেডমি নোট ১২ সিরিজের অন্যান্য ফোন ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে। চিনেও সম্প্রতি লঞ্চ হয়েছে রেডমি নোট ১২ টার্বো।
Sponsored Links by Taboola