Redmi A1 Plus: রেডমি এ১ প্লাস- নতুন বাজেট ফোন লঞ্চ হয়েছে দেশে, দাম কত
Redmi Smartphone: শাওমির সাব-ব্র্যান্ড রেডমির নতুন ফোন রেডমি এ১ প্লাস লঞ্চ হয়েছে ভারতে। দেখে নিন এই ফোনের দাম ও বিভিন্ন স্পেসিফিকেশিন।
রেডমি এ১ প্লাস
1/10
ভারতে এখন বিভিন্ন কোমাপ্নির বাজেট ফোন বেশ জনপ্রিয়। বাজেট ফোনের অর্থ হল যেসব ফোনের ফিচার অনুযায়ী দাম অনেকটাই কম, মূলত ১০ হাজার টাকার মন।
2/10
সদ্যই ভারতে রেডমি কর্তৃপক্ষ রেডমি এ১ প্লাস মডেল লঞ্চ করেছে। এর আগে লঞ্চ হয়েছিল রেডমি নোট এ১ ফোন।
3/10
রেডমির নতুন ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৯৯৯ টাকা।
4/10
কালো, হাল্কা নীল এবং হাল্কা সবুজ রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১ প্লাস ফোন। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি এই ফোন কেনা যাবে Mi.com, Mi Home stores এবং শাওমির রিটেল পার্টনারদের থেকে। ১৭ অক্টোবর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে ফোনের বিক্রি।
5/10
ডুয়াল সিম (ন্যানো) রয়েছে এই ফোনে। পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে। এই ফোনে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। রেডমি এ১ প্লাস ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৩ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে।
6/10
AI ফিচার সম্পন্ন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রেডমি এ ১ প্লাস ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর নচ ডিজাইনের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে রয়েছে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
7/10
রেডমি এ১ প্লাস ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচার। একবার পুরো চার্জ দিলে ৩০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম এবং ৩০ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইমের সুবিধা পাওয়া যায়। এই ফোনের ওজন প্রায় ১৯২ গ্রাম।
8/10
কানেক্টিভিটি অপশন হিসেবে রেডমির এই নতুন ফোনে রয়েছে ৪জি এলটিই, Wi-Fi 802.11 b/g/n, ব্লুটুথ ৫, GPS/ A-GPS, Glonass, Beidou এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। ফোনের পিছনের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে ২০টিরও বেশি ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে।
9/10
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল রেডমি এ১ ফোন। সেই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৬৪৯৯ টাকা।
10/10
রেডমি ছাড়াও একাধিক সংস্থা ইতিমধ্যেই ভারতে বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। সেইসব মডেলও যথেষ্ট জনপ্রিয় হয়েছে দেশে।
Published at : 15 Oct 2022 10:28 PM (IST)