300W Charger: ফোনে চার্জ হবে মাত্র ৫ মিনিটে! ৩০০ ওয়াটের চার্জিং ফিচার নিয়ে আসছে রেডমির ফোন
রেডমি সংস্থা একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে যেখানে ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত থাকবে। এই ফোনে ৩০০ ওয়াটের Immortal Second চার্জার থাকার সম্ভাবনা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই আধুনিক চার্জিং ফিচারের সাহায্যে ফোন চার্জ হবে মাত্র ৫ মিনিটে। অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৫ মিনিট।
রেডমি সংস্থার কোন ফোনে এই ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে চলেছে তা এখন স্পষ্ট ভাবে জানা যায়নি। তবে আগামী দিনে এই হাই রেঞ্জের চার্জিং ফিচার নিয়ে রেডমির একটি ফোন লঞ্চ হতে চলেছে।
নতুন এই চার্জিং ফিচারের সাহায্যে ৪১০০ এমএএইচ ব্যাটারি চার্জ হবে। ১০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৪৩ সেকেন্ড।
এই ব্যাটারিতে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২ মিনিট ১৩ সেকেন্ড। আর ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫ মিনিট।
এর আগে রিয়েলমি সংস্থা লঞ্চ করেছে রিয়েলমি জিটি নিও ৫। এই ফোনের একটি ভ্যারিয়েন্টে রয়েছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট।
রিয়েলমি জিটি নিও ৫ ফোনের যে ভ্যারিয়েন্টে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে সেখানে ৪৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
এই স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে। ২০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৮০ সেকেন্ড, ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে।
রিয়েলমির এই ফোনে ১০০ শতাংশ অর্থাৎ ফুল চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে। মাত্র ২০ সেকেন্ড চার্জ দিলে এই ফোনে প্রায় ২ ঘণ্টা কথা বলা যাবে।
রিয়েলমি জিটি নিও ৫ ফোন অবশ্য ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়েও একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। সেখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ছবি সূত্র-পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -