মোটোরোলার পর শাওমি, ২০০ মেগাপিক্সেলের রেডমি ফোন লঞ্চের সম্ভাবনা
২০০ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে লঞ্চ হতে পারে শাওমির প্রথম ফোন রেডমি কে৫০এস প্রো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুমান করা হচ্ছে রেডমি ‘কে’ সিরিজের ফোন রেডমি কে৫০এস প্রো ফোনে এই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। যদিও আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি।
রেডমির এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও এই ফোনে ১২০ ওয়ায়টের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে অর্থাৎ রেয়ার ক্যামেরা সেটিংসে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে আরও দুটো ক্যামেরা সেনসর থাকবে।
এই ফোনে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
রেডমি কে৫০এস প্রো ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেও থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
এছাড়াও থাকতে পারে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং স্টিরিও সাউন্ট এফেক্ট- সহ ডুয়াল স্পিকার।
এছাড়াও ডিসপ্লের উপর থাকতে পারে এইচডিআর১০+ সাপোর্ট। ভাল মানে ভিডিও দেখার ক্ষেত্রে এই ফিচার সহায়ক হবে।
অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13- এর সাহায্যে পরিচালিত হতে পারে রেডমির এই ফোন। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে রেডমি কে৫০এস প্রো ফোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -