Upcoming Smartphones in India: জানুয়ারির শেষে ভারতে লঞ্চ হতে পারে নতুন স্মার্টফোন সিরিজ, কোন কোন মডেল আসছে? কী কী ফিচার থাকবে?
Smartphones: রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৮৩ ইঞ্চির 1.5K কার্ভ AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৫ প্রো ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি- এই দুই ফোন।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। এখনও রেডমি নোট ১৫ প্রো ৫জি সিরিজের এই দুই ফোন ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে একটা আভাস পাওয়া গিয়েছে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। ভারতে রেডমি নোট ১৫ প্রো ৫জি এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি - এই দুই ফোন লঞ্চ হতে পারে আগামী ২৭ জানুয়ারি। যদিও রিয়েলমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট থাকার কথা শোনা গিয়েছে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি ফোনে ৬.৮৩ ইঞ্চির 1.5K কার্ভ AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। রেডমি নোট ১৫ প্রো প্লাস ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে পেতে পারেন ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। রেডমি নোট ১৫ প্রো ৫জি ফোনে থাকতে পারে ৬.৮৩ ইঞ্চির 1.5K রেজোলিউশনের ফ্ল্যাট AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে পেতে পারেন মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা প্রসেসর।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। রেডমি নোট ১৫ প্রো ৫জি ফোনেও ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকতে পারে। ফোনের স্ক্রিনের উপর থাকতে পারে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। রেডমি নোট ১৫ প্রো ৫জি ফোনে থাকতে পারে ৬৫৮০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে এই ফোনে পেতে পারেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট।
Published at : 18 Jan 2026 05:19 PM (IST)