স্যামসাং গ্যালাক্সি এ০৪এস লঞ্চ হয়েছে ভারতে, এই ফোনের দাম কত?
ভারতে একটিই র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোন। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকালো, কপার এবং সবুজ- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ফোন। বিভিন্ন রিটেল স্টোর, স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় ও পরিচিত অনলাইন পোর্টাল থেকে এই ফোন কেনা যাচ্ছে।
এসবিআই- এর ক্রেডিট কার্ড থাকলে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এই একই অফার থাকছে ওয়ান কার্ড, স্লাইস কার্ড এবং বড় বড় NBFC পার্টনারদের ক্ষেত্রেও।
স্যামসাং গ্যালাক্সি ’এ’ সিরিজের এই ফোনে রয়েছে একটি অক্টা কোর Exynos 850 প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
স্যামসাং গ্যালাক্সি এ০৪এস একটি ৪জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে।
স্যামসাংয়ের RAM Plus ফিচারও দেখা যাচ্ছে এই ফোনে। এর সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। এর ফলে ফোনের পারফম্যান্স ভাল হয়। ফোন সহজে স্লো হয়ে যায় না বা হ্যাং করে না।
এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে দু’দিনের জন্য প্লেব্যাক টাইম পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা।
এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের ডেপথ এবং ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ১২ এবং One UI Core 4.1- এর সাপোর্টে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোন।
স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। এই স্ট্যান্ডার্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -