Smartphones: একই দিনে ভারতে লঞ্চ হল তিনটি স্মার্টফোন, একটি আবার বাজেট ফোন, কোন কোন মডেল লঞ্চ হয়েছে?
ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের দু'টি ৫জি ফোন। এই তালিকায় রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি- এই দুই ফোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪০,৯৯৯ টাকা।
Awesome Lime, Awesome Graphite, Awesome Violet- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোন।
স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা।
Awesome Lime, Awesome Graphite এবং Awesome Silver- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন।
স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এই দুই ফোনের জন্য প্রি-বুকিং শুরু হয়েছে ১৬ মার্চ থেকে। আর ফোনের ডেলিভারি শুরু হবে ২৮ মার্চ থেকে।
ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন Itel P40। তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel P40 ফোন।
Itel P40 ফোনের দাম দেশে ৭৬৯৯ টাকা। Dreamy Blue, Force Black এবং Luxurious Gold- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel P40 বাজেট স্মার্টফোন।
এই মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। Itel P40 ফোনে একটি অক্টা-কোর Unisoc SC9863A প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ।
Itel P40 ফোনে একবার চার্জ দিলে ৩২ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম এবং ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া সম্ভব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -