Smartphones: স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ থেকে শুরু করে ওয়ানপ্লাস ১১, ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে আরও কয়েকটি স্মার্টফোন
ফেব্রুয়ারি মাসে ভারতে বেশ কয়েকটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ, ওয়ানপ্লাস ১১, শাওমি ১৩ সিরিজ, ওয়ানপ্লাস ফাইন্ড এন২ ফ্লিপ- এইসব ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩, স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস এই তিনটি ফোন।
পয়লা ফেব্রুয়ারি স্যামসাং গ্যালাক্সির আনপ্যাকড ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ লঞ্চ হতে পারে।
শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ভারতীয় সময় রাত ১১টা ৩০ মিনিট থেকে শুরু হবে স্যামসাং গ্যালাক্সির আনপ্যাকড ইভেন্ট।
ওয়ানপ্লাস ১১ ভারতে লঞ্চ হতে পারে আগামী ৭ ফেব্রুয়ারি। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকতে পারে। ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০মিনিটে এই ফোন লঞ্চ হতে পারে।
ই-কমার্স সংস্থা অ্যামাজনের পাশাপাশি ওয়ানপ্লাসের অনলাইন স্টোর থেকেও ওয়ানপ্লাস ১১ ফোন কেনা যাবে। চিনে ইতিমধ্যেই এই ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছে।
ওয়ানপ্লাস নতুন বছরে প্রথম এই ফ্ল্যাগশিপ ফোনই লঞ্চ করতে চলেছে। অত্যাধুনিক ফিচারের পাশপাশি চড়া দামও হবে এই ফোনের। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম হতে পারে ৫৫ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
শাওমি ১৩ সিরিজও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই স্মার্টফোন সিরিজে শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো- এই দুটি মডেল থাকতে পারে। এখনও নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি।
ভারতে ওপ্পো রেনো ৯ সিরিজ লঞ্চ হবে না। তবে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও ওপ্পো সংস্থা এখনও ওপ্পো রেনো ১০ সিরিজের আনুষ্ঠানিক লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। এমনকি এই স্মার্টফোন সিরিজে কী কী ফোন থাকতে পারে সেই ব্যাপারেও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
ওপ্পো সংস্থা তাদের ফোল্ডেবল ফোন ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ গ্লোবাল মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চের পরিকল্পনা করছে। অনুমান, চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম ভাগের মধ্যে এই ফোন ভারতে লঞ্চ হবে। এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট, অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট এবং প্রিমিয়াম ডিজাইন। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -