Whatsapp: ফেব্রুয়ারিতে ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ ভারতে? কত সংখ্যক অ্যাকাউন্ট ব্যান হল দেশে
প্রতিমাসেই ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ (Whatsapp) অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসেও মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের প্রচুর অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফেব্রুয়ারি মাসেও মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) তরফে ৪৫ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে।
২০২১ সালে আইটি রুল অনুসারে এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ৪৫,৯৭,৪০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে।
এইসব অ্যাকাউন্টের মধ্যে ১২,৯৮,০০০টি অ্যাকাউন্ট কোনও অভিযোগ জমা পড়ার আগেই নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে ২৮০৪টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৫০৪টি রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউজারদের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার জন্য এই অ্যাপ কর্তৃপক্ষ প্রতি মাসেই কড়া পদক্ষেপ নেয়। সেই নিয়ম অনুসারেই ফেব্রুয়ারি মাসেও ৪৫ লক্ষের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য বেশ কিছু নতুন ফিচারও চালু হবে বলে জানা গিয়েছে। ইউজারদের সুবিধায় এইসব ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য যে ফিচার চালু হতে চলেছে তার নাম 'লক চ্যাট'।
এই ফিচার চালু হলে ইউজাররা তাদের প্রাইভেট চ্যাট লক করে রাখতে পারবেন, অর্থাৎ গোপন রাখতে পারবেন কনট্যাক্ট লিস্টে থাকা ইউজারদের থেকে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও কার্যকর হবে এই ফিচার।
হোয়াটসঅ্যাপ সংস্থা টেক্সট এডিটিং ফিচারের রোল আউট শুরু করেছে নির্দিষ্ট সংখ্যক অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। আইওএস ভার্সানে আগেই এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -