Earth Like Planet: পৃথিবীর মতো আকারের গ্রহ...চোখ কপালে বিজ্ঞানীদের, কী দেখাল টেলিস্কোপ?
বহুদূরের পড়শি। একেবারে পৃথিবীর মতো দেখতে। এমনই এক গ্রহের খোঁজ পেয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ইনফ্রা-রেড ক্যামেরার মাধ্যমে খোঁজ মিলেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন এই গ্রহটি এক্সোপ্ল্যানেট (Exoplanet), অর্থার আমাদের চেনা সৌরজগতের বাইরের একটি গ্রহ এটি। Nature-জার্নালে প্রকাশিত হয়েছে এই প্রবন্ধ। নতুন এই গ্রহের নাম TRAPPIST-1b
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ-এর একটি ইনফ্রা- রেড ক্যামেরা (MIRI) ব্যবহৃত হয়েছে। ওই গ্রহের উত্তাপ বুঝতে ব্যবহার করা হয়েছে এই ক্যামেরা।
আর তাতে যা ফল মিলেছে, তাতে কার্যত নিরাশ হতে হয়েছে বিজ্ঞানীদের। আপাতদৃষ্টিতে পৃথিবীর মতো মনে হলেও ওই গ্রহের তাপ চোখ কপালে তোলার মতো।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, Infra Red ক্যামেরার মাধ্যমে জানা গিয়েছে, TRAPPIST-1b- এর উত্তাপ ২৩০-২৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সেই কারণেই কার্যত কোনও বায়ুমণ্ডল নেই।
তবে এই আবিষ্কার নিয়েও যথেষ্ট আশাবাদী বিজ্ঞানীরা। JWST-এর ক্যামেরায় এমন ঘটনা ধরা পড়া পরবর্তী গবেষণার জন্য ভাল বলেই মনে করছেন তাঁরা। পাশাপাশি TRAPPIST-1b-এর যা বৈশিষ্ট্য তা আমাদের সৌরজগতের কোনও গ্রহের বৈশিষ্ট্যের সঙ্গেও মিলে যায়.
নাসার তরফ থেকে বলা হয়েছে, এর আগে কোনও টেলিস্কোপ ছিল না, যা এত স্বল্প ইনফ্রারেড (dim mid-infrared light) দেখে কোনও কিছুর সন্ধান দিতে পারে। এবার JWST তা পেরেছে।
যে এলাকায় এই গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে মোট সাতটি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছিল। প্রথমবার সন্ধান পাওয়ার পরেই বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল। Exoplanet-হিসেবে ওগুলোর অবস্থান এমন ছিল এবং আকার এমন ছিল যে পৃথিবীর মতোই মনে হচ্ছিল। বিজ্ঞানীদের ধারণা ওই গ্রহটির আহ্নিক গতি নেই। অর্থাৎ একমুখে সবসময় আলো ও অন্যদিকে সবসময় অন্ধকার থাকবে।
যদিও নতুন তথ্য সামনে আসার পরেও নিরাশ নন বিজ্ঞানীরা। কারণ সৌরজগতের বাইরের গ্রহের বিষয়ে তথ্য জানার ক্ষেত্রে একধাপ এগিয়ে যাওয়া হয়েছে এর মাধ্যমে। আরও গ্রহের খোঁজ মেলাও সম্ভব বলে আশায় বিজ্ঞানীরা।
ওই সাতটি গ্রহকে একসঙ্গে TRAPPIST-1 বলা হচ্ছে। পৃথিবী থেকে ৩৭৮ ট্রিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে সেগুলি। বর্তমান যা পরিকাঠামো তাতে এতদূরের যাত্রা কোনও মহাকাশযানের পক্ষে সম্ভব নয়। ফলে আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপের, MIRI-র ক্ষমতা নিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -