Whatsapp Feature: ফেসবুক স্টোরিতেও এবার হোয়াটসঅ্যাপের স্টেটাস! নতুন ফিচারে কী সুবিধা পাবেন ইউজাররা?
Whatsapp: নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে না বেরিয়েই স্টেটাসে শেয়ার করা আপডেট ফেসবুক স্টোরিতেও শেয়ার করা যাবে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo একথা জানিয়েছে। নতুন এই ফিচার চালু হলে দারুণ একটা সুবিধা পাবেন ইউজাররা।
2/10
নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা আপডেট ফেসবুক স্টোরিতে শেয়ার করা যাবে।
3/10
এর আগেও হোয়াটসঅ্যাপের স্টেটস আপডেট ফেসবুকে শেয়ার করা যেত। কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত কিছু পর্যায়ে কাজকর্ম করতে হতো ইউজারদের।
4/10
নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে না বেরিয়েই স্টেটাসে শেয়ার করা আপডেট ফেসবুক স্টোরিতেও শেয়ার করা যাবে।
5/10
একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের স্টেটাস প্রাইভেসি সেটিংসের মধ্যে ইউজাররা একটি নতুন অপশন খুঁজে পাবেন- share my status updates across my accounts।
6/10
এক্ষেত্রে ইউজাররা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করে নিতে পারবেন। এবার এই ফিচার এনাবেল করে দিলেই হোয়াটসঅ্যাপ থেকে না বেরিয়েও নিজের স্টেটাস আপডেট ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন ইউজাররা।
7/10
আগে ম্যানুয়ালি অর্থাৎ ইউজারকেই হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ফেসবুক স্টোরিতে শেয়ার করতে হতো। কিন্তু নতুন ফিচারের ক্ষেত্রে এত ঝামেলা থাকবে না বলেই জানা গিয়েছে।
8/10
আগে প্রত্যেকবার ইউজার হোয়াটসঅ্যাপ স্টেটাসে যা শেয়ার করতেন তা হাতেকলমে নিজেকেই শেয়ার করতে হতো ফেসবুক স্টোরিতে। এর জন্য বেশ কয়েকটি অতিরিক্ত স্টেপ অনুসরণ করতে হতো।
9/10
হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার চালু হয়েছে অনেক আগে। এবার এমন ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও হওয়া বা মুছে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন।
10/10
এই ফিচার চালু হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ সংগ্রহ করে রাখতে পারবেন ইউজাররা। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে বিটা 2.23.8.3 আপডেট উপলব্ধ হয়েছে। এখানেই এই নতুন ফিচার পাওয়া যাবে।
Published at : 09 Apr 2023 07:57 AM (IST)