Skoda Slavia: নজর কাড়বে শৌখিন অন্দরসজ্জা, রয়েছে দুরন্ত সুরক্ষাও
যত নতুন গাড়িই আসুক। ক্রেতাদের কাছে কমে না সেডানের চাহিদা। সেই বাজারকে লক্ষ্য করেই স্কোডা আনল তাদের নতুন সেডান স্লাভিয়া। ২৮ ফেব্রুয়ারি বাজারে এসেছে স্লাভিয়ার টার্বো পেট্রোল ইঞ্জিনের মডেল 1.0l TSI. স্কোডা কুশাকের প্ল্যাটফর্মেই তৈরি হয়েছে স্লাভিয়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযত্ব নিয়ে তৈরি হয়েছে গাড়ির হেডল্যাম্প এবং গ্রিল। ক্রোম ডিজাইনের মাধ্যমে নজরকাড়া করে তোলা হয়েছে গোটা বিষয়টি। স্লাভিয়ায় চোখ টানবে টেল ল্যাম্পের ডিজাইনও। দারুণ বিল্ড কোয়ালিটির সঙ্গে দুরন্ত paint finish এনেছে স্লাভিয়ায়।
গাড়িটির অন্দরসজ্জায় নজর রেখেছে সংস্থা। রয়েছে two-spoke স্টিয়ারিং হুইল। চোখ টানবে digital instrument cluster। ১০ ইঞ্চির টাচস্ক্রিনের সঙ্গেই রয়েছে ক্লাইমেট কন্ট্রোলের প্যানেল।
স্লাভিয়াতে রয়েছে সানরুফ। যাত্রীদের সুবিধের কথা ভেবে রয়েছে ভেন্টিলেটেড সিট। গরমের সময় সুবিধের জন্য স্লাভিয়াতে রয়েছে রিয়ার এসি ভেন্টও।
যাত্রাকে সুখকর করে তোলার জন্য একাধিক ফিচার রয়েছে স্লাভিয়াতে। রয়েছে USB-C port। ওয়ারলেস স্মার্টফোন কানেক্টিভিটি এবং ওয়ারলেস চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছ।
সুরক্ষার জন্য নানা দিকে খেয়াল রেখেছ স্কোডা স্লাভিয়া। গাড়িটিতে রয়েছে ৬টি এয়ারব্যাগের ব্যবস্থা। টায়ার প্রেসারের দিকে খেয়াল রাখতে গাড়িটিতে রয়েছে মনিটারিং সিস্টেম এবং রয়েছে ESC.
স্লাভিয়ার ইঞ্জিন মসৃণ ড্রাইভিংয়ের জন্য আদর্শ। ইঞ্জিনটি ১১৫bhp এবং 175Nm। ইঞ্জিনের পাওয়ারও যথেষ্ট ভাল। অটোমেটিক এবং ম্যানুয়াল দুইরকম গিয়ার ভ্যারিয়েন্ট রয়েছে স্কোডা স্লাভিয়ায়। শহরে যানজট এবং হাইওয়ে দুজায়গাতেই যথেষ্ট ভাল ড্রাইভিং অভিজ্ঞতা দেবে স্কোডা স্লাভিয়া।
সাসপেনশনের মানের দিক থেকেও যথেষ্ট ভাল স্কোডা স্লাভিয়া। 179mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে স্লাভিয়ায়, ফলে এটি SUV-এর ফিলও দেবে চালক ও যাত্রীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -