Smartphone Charging Speed: চার্জ হতে সময় লাগছে প্রচুর? তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে গরম হচ্ছে স্মার্টফোনও? কেন?
Smartphone Heating Up: বাড়ছে গরম। এখনই তাপমাত্রা কমার কোনও আশা নেই। কিন্তু নিত্যপ্রয়োজনীয় ফোনও সেই সঙ্গে হচ্ছে গরম? চার্জ হতেও সময় নিচ্ছে বেশি? কারণ জানেন?
Continues below advertisement

ছবি সৌজন্য: পিক্স্যাবে
Continues below advertisement
1/10

তীব্র দাবদাহে জ্বলছে শহরবাসী। গোটা দেশেই প্রায় গরম মারাত্মক। এই সময়ে একাধিক স্মার্টফোন ব্যবহারকারীর খুব সাধারণ সমস্যা, চার্জ হওয়া নিয়ে। কারও ক্ষেত্রে ফাস্ট চার্জার ব্যবহার করেও দ্রুত চার্জ হচ্ছে না, কারও আবার ফোন পুরোপুরি চার্জ হচ্ছে না। কিন্তু গরমকালে কেন এমন সমস্যা হয়? ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
Continues below advertisement
2/10
যে গরমে মানুষের প্রাণই ওষ্ঠাগত হচ্ছে, সেই তাপমাত্রায় যন্ত্রের যন্ত্রণা তো থাকবেই। গ্রীষ্মে বাইরের তাপমাত্রা এতটাই বেড়ে যায়, যার ফলে ঘরের সাধারণ তাপমাত্রাও বেড়ে যায়। সেই কারণে একটানা গরমের সময়ে কোনও ওয়েবসাইট খোলার মতো সাধারণ কাজেও ফোন গরম হয়ে যেতে পারে। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
3/10
সময়ের সঙ্গে সঙ্গে স্মার্টফোন আরও শক্তিশালী হয়েছে, তাতে এখন মেলে আরও আলো ঝলমলে ডিসপ্লে। এর অর্থও, গ্রীষ্মে ফোন তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং কিছু কিছু ফোনের ক্ষেত্রে তা ঠান্ডা হয়ে স্বাভাবিক হতে কয়েক মিনিট সময়ও লাগে। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
4/10
এই কারণে, যদি কখনও স্মার্টফোন দীর্ঘক্ষণ সরাসরি সূর্যালোকের নীচে ব্যবহার করা হয়, তাহলে ডিসপ্লে ফিকে হয়ে আসবে, কারণ ফোনের স্ক্রিন ব্রাইটনেস বাড়ালেও ফোন তেতে উঠবে। ফোন গরম থাকলে, তার কার্যক্ষমতাতেও প্রভাব পড়বে। এই সমস্যা বেশি হবে ফোনে যদি COD: Mobile বা BGMI-এর মতো গেম খেলা হয়। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
5/10
ধরুন আপনি ফোন বসিয়েছেন চার্জে। হঠাৎই দেখলেন মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে চার্জিং। বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় 'ডিফেন্স মেকানিজম' হিসেবে। অর্থাৎ ফোনটি আরও গরম হয়ে খারাপ হওয়ার থেকে বাঁচাতে যন্ত্র নিজেই এই সিদ্ধান্ত নেয়। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
6/10
অ্যান্ড্রয়েড ফোনে চার্জের গতিবেগ এখন অনেকটাই বেড়ে গিয়েছে। অর্থাৎ অনেকটা বেশি পরিমাণে বিদ্যুৎ ডিভাইসের মধ্যে দিয়ে চলাচল করে। এই প্রক্রিয়ার ফলস্বরূপ অনেকটা তাপ নিঃসরণও হয়। এক্ষেত্রে যখন স্মার্টফোনের ভেতরের সেন্সর এই দ্রুত তাপ বৃদ্ধি আঁচ করতে পারে, তখন তারা নিজেরাই চার্জিং স্পিড কমিয়ে দেয় বা চার্জ হওয়া একেবারে বন্ধ করে দেয় যতক্ষণ না ফোন স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসছে। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
7/10
যদি আপনি ফোনের কেস বা কভার পরিয়ে চার্জে বসান, তাহলে সেটা খুলে দেখতে পারেন। এর ফলে ফোনের তাপ পরিবেশের সঙ্গে আদানপ্রদান করতে সুবিধা হবে। ওয়ারলেস চার্জারের বদলে তার-সমেত চার্জার ব্যবহার করতে পারেন। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
8/10
এছাড়াও ফোন চার্জে বসিয়ে তা ব্যবহার করা, বিশেষত গেম খেলা থেকে বিরত থাকুন। কিছু কিছু ফোনে 'বাইপাস চার্জিং' বলে একটি অপশন থাকে যার সাহায্যে ব্যাটারি চার্জিং বাইপাস হয়ে সরাসরি প্রসেসরে পাওয়ার যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চার্জে বসিয়ে গেম খেললে ফোন আরও বেশি গরম হয়ে যায়। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
9/10
তবে শুধু গরমের কারণেই স্মার্টফোনের চার্জের গতি কমে যায় তাই নয়। যদি কয়েক বছর পুরনো ফোন হয় তাহলে হয়তো ব্যাটারি বদলের সময় এসেছে। যখন খুঁতো বা কম মানের ব্যাটারি বাইরের গরমের সঙ্গে একত্রিত হয়, চার্জ করতে স্বাভাবিকভাবেই সমস্যা হয়। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
10/10
এছাড়াও কোনও 'থার্ড-পার্টি' চার্জার ব্যবহার করলেও স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়। শুধু তাই নয়, ডিভাইসে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও ঘটে। সেই কারণে সবসময়েই 'ফার্স্ট-পার্টি' চার্জার ব্যবহারই বাঞ্ছনীয়। এমনই একাধিক কারণে গরমে ফোন চার্জের গতি কমে যায়। ছবি: পিক্স্যাবে / পেক্সেলস
Published at : 29 Apr 2024 07:33 AM (IST)