Smartphone Under 9000: চার ক্যামেরা-সহ বড় ডিসপ্লে, ৯ হাজারের বাজেটে পাবেন এই স্মার্টফোনগুলি

SAMSUNG_Galaxy_M02

1/6
POCO C3: এই স্মার্টফোনে 6.53 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 3 GB RAM সহ 32 GB ইন্টারনাল মেমরি রয়েছে। ফোনে পাওয়ারের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি Flipkart-এ 8549 টাকায় পাওয়া যাচ্ছে।
2/6
REDMI 9i Sport: 6.53 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিভাইসে। এতে 4 গিগাবাইট র‌্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। ফোনে পাওয়ারের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে পাবেন 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা। এটি ফ্লিপকার্টে 8999 টাকায় বিক্রি হচ্ছে।
3/6
Micromax in 2B: এই স্মার্টফোনে পাবেন 6.52 ইঞ্চি ডিসপ্লে। এতে 4 গিগাবাইট র‌্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে। ফোনে পাওয়ারের জন্য 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এই ডিভাইস Amazon থেকে 8990 টাকায় কিনতে পারবেন।
4/6
OPPO A11K:6.22 ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে। এতে 2 GB RAM এর সঙ্গে পাবেন 32 GB ইন্টারনাল মেমরি। ফোনে পাওয়ারের জন্য রয়েছে 4230mAh এর ব্যাটারি। এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এটি ফ্লিপকার্ট থেকে 8990 টাকায় কিনতে পারবেন।
5/6
image 5
6/6
Nokia C20 Plus: এই স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে। এতে 3 GB RAM সহ 32 GB ইন্টারনাল মেমরি পাবেন। ফোনে পাওয়ারের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এটি Amazon থেকে 8999 টাকায় কিনতে পারবেন।
Sponsored Links by Taboola