Smartphones launched in March: কেবল মার্চে লঞ্চ হয়েছে ১২টি ফোন, দেখে নিন অ্যাপল, শাওমির যুদ্ধে কে এগিয়ে ?
iPhone SE 2022 A15: বায়োনিক প্রসেসর একটি 12 মেগাপিক্সেল / 1.8 অ্যাপারচার ওয়াইড ক্যামেরা সহ পাওয়া যায় এই ফোন। এতে স্মার্ট এইচডিআর 4, ডিপ ফিউশন ও পোর্ট্রেট মোড সহ দুর্দান্ত ফটোগ্রাফির সুযোগ রয়েছে। এর দাম 43900 টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppSamsung Galaxy A53-তে পাবেন Exynos প্রসেসর। এতে 6 জিবি ও 8 জিবি র্যামের অপশন রয়েছে। এতে রয়েছে 6.5 ইঞ্চির ডিসপ্লে। এটি Android 12-এ কাজ করে। এতে একটি 64-মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি। এর দাম শুরু 34499 টাকা থেকে।
Samsung Galaxy A13: এই ফোনের দাম শুরু 14999 টাকা থেকে। এতে 6.6 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরির অপশন রয়েছে। এতে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ একটি 50 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরা পাবেন।
Redmi Note 11 Pro+ 5G: এই ফোনের দাম শুরু হচ্ছে 20999 টাকা থেকে।Redmi Note 11 Pro+ 5G একটি 6.67-ইঞ্চি FHD+ ডিসপ্লে ও একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে। স্মার্টফোনে 8GB RAM সহAndroid 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে দুটি স্টোরেজ অপশন রয়েছে 128GB ও 256GB। মিডরেঞ্জের স্মার্টফোনটিতে 67W দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।
Oppo K10 : 14990 টাকা থেকে দাম শুরু এই মডেলের। Oppo K10 একটি 6.59-ইঞ্চি FHD+ ডিসপ্লে ছাড়াও এতে Qualcomm Snapdragon 680 চিপসেট রয়েছে। স্মার্টফোনটি Android 11 এ কাজ করে। এই ফোনে দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। 6GB+128GB ও 8GB+128GB অপশনে পাওয়া যাবে ফোন। Oppo K10 তে 50MP প্রাইমারি ক্যামেরা সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে।
Realme 9 5G SE-র দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। এতে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 778জি প্রসেসর রয়েছে। স্মার্টফোনটিতে 8GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। Realme 9 5G SE দুটি স্টোরেজ বিকল্প - 64GB ও 128GB-তে পাওয়া যায়। এতে একটি 6.6-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনে 30W দ্রুত চার্জ সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। এতে 48MP প্রাইমারি ক্যামেরা সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি।
Samsung Galaxy A73 5G-র দামা রাখা হয়েছে 41999 টাকা। এই ফোনে একটি 6.7-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে 8 গিগাবাইট র্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল মেমরির বিকল্প রয়েছে। এতে 108 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা ও 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
image 8
OnePlus 10 Pro 5G: Amazon-এ এই ফোনের দাম শুরু 66999 টাকা থেকে। এতে রয়েছে 6.7 ইঞ্চি ডিসপ্লে ছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন প্রসেসর। ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। এতে রয়েছে 5000 mAh-এর ব্যাটারি।
Poco X4 Pro 5G: এই ফোনের দাম শুরু হচ্ছে 18,999 টাকা থেকে। এর তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। এতে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এটি Android 11 এ কাজ করে। ফোনে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট। এতে রয়েছে 5000mAh ব্যাটারি।
Redmi Note 11 Pro+ 5G: এই ফোনের দাম শুরু হচ্ছে 20999 টাকা থেকে।Redmi Note 11 Pro+ 5G একটি 6.67-ইঞ্চি FHD+ ডিসপ্লে ও একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর রয়েছে। স্মার্টফোনে 8GB RAM সহAndroid 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে দুটি স্টোরেজ অপশন রয়েছে 128GB ও 256GB। মিডরেঞ্জের স্মার্টফোনটিতে 67W দ্রুত চার্জিং সাপোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।
Redmi Note 11 Pro: এই ফোনের দাম শুরু হচ্ছে 17,999 টাকা থেকে। ফোনে পাবেন MediaTek G96 চিপসেট। স্মার্টফোনে একটি 6.6-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। Redmi Note 11 Pro Android 11 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে 6GB/8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ অপশন রয়েছে। স্মার্টফোনে একটি 108MP কোয়াড-রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন। এতে 67W দ্রুত চার্জিং সারোর্ট সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -