Whatsapp Features: হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে বেশ কয়েকটি নতুন ফিচার, দেখে নিন সেগুলো কী কী
বিশ্বের বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমের মধ্যে অন্যতম জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় সর্বত্রই ব্যবহার হয় এই মেসেজিং অ্যাপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ সংস্থা মাঝে মাঝে নিত্যনতুন ফিচার চালু করে। এবার বেশ কয়েকটি নতুন ফিচার হোয়াটসঅ্যাপে চালু হবে বলে শোনা গিয়েছে।
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে অডিও বা ভয়েস নোট শেয়ার করার সুবিধা চালু হবে বলে শোনা গিয়েছে। এতদিন ছবি আর ভিডিও শেয়ার করা যেত।
এছাড়াও হোয়াটসঅ্যাপে আসতে চলেছে কম্পানিয়ন মোড। এই ফিচারের সাহায্যে একই সময়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো ফোনে ব্যবহার করা যাবে।
আপনি হোয়াটসঅ্যাপে অনলাইন থাকবেন, অথচ কেউ টেরও পাবে না- এমন ম্যাজিক ফিচারও চালু হবে হোয়াটসঅ্যাপে।
এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার ক্ষেত্রে 'ডিলিট ফর এভরিওয়ান' অপশনের মেয়াদ বাড়তে চলেছে। শোনা যাচ্ছে এই মেয়াদ ২ দিন পর্যন্ত বা তার বেশি হতে পারে।
হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ডিলিট ফর মি এবং ডিলিট ফর এভরিওয়ান, এই দুটো অপশন পান ইউজাররা। দ্বিতীয় অপশনের মেয়াদ বৃদ্ধির কথা শোনা গিয়েছে।
এছাড়াও হোয়াটসঅ্যাপে ইউজারদের সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন ফিচার নিয়মিত ভাবেই আপডেট হয়ে থাকে। বিভিন্ন সিকিউরিটি ফিচার যুক্তও হয়।
অন্যদিকে সম্প্রতি হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন ফিচার চালু হয়েছে বলে শোনা গিয়েছে।
হোয়াটসঅ্যাপের মেসেজে এবার থেকে রিঅ্যাকশন দেওয়ার জন্যে ইউজাররা সমস্ত ধরনের ইমোজিই ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন এই মেসেজিং অ্যাপের মূল সংস্থা মেটার- র সিইও মার্ক জুকেরবার্গ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -