Smartphones: নতুন বছরের শুরুর দিকেই ভারতে লঞ্চ হতে চলেছে বেশ কয়েকটি নজড়কাড়া স্মার্টফোন, রইল তারই তালিকা
আইকিউওও ১১ সিরিজ চিনে লঞ্চ হয়ে গিয়েছে। এবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। শোনা গিয়েছে, ২০২৩ সালের ১০ জানুয়ারি এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইকিউওও ১১ সিরিজে রয়েছে ভ্যানিলা মডেল আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো- এই দুই ফোন। এই দুটো ফোনই ভারতে লঞ্চ হবে।
শোনা যাচ্ছে, আইকিউওও ১১ এবং আইকিউওও ১১ প্রো ফোন তিনটে রঙে লঞ্চ হতে পারে ভারতে।
এই স্মার্টফোন সিরিজের ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। জানা গিয়েছে, আইকিউওও ১১ সিরিজের ফোন আগামী বছর ১০ জানুয়ারি লঞ্চের পর ১৩ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে।
রেডমি নোট ১২ সিরিজের ফোন, রেডমি নোট ১২ ৫জি- ও ভারতে লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে এই ফোনও আগামী বছরের শুরুর দিকেই লঞ্চ হতে পারে।
২০২৩ সালের ৫ জানুয়ারি রেডমি নোট ১২ ৫জি ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গেলে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি।
অন্যদিকে সম্প্রতি রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (Realme 10 Pro Plus 5G) ভারতে লঞ্চ হয়েছে।
রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আর রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। দুটো ফোনই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। শোনা গিয়েছে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম০৪ ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -