Tech Tips: কীভাবে ইয়ারফোন ব্যবহার করলে ডিভাইস টিকবে অনেকদিন? রইল সহজ কিছু টিপস
Earphones: ব্যাগের মধ্যে অনেকেই ইয়ারফোন সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বেরোন। এক্ষেত্রে ইয়ারফোন ওই ব্যান্ড জাতীয় জিনিস দিয়ে বেঁধে তারপর কোনও একটা পাউচের মধ্যে রাখা জরুরি।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। ইয়ারফোন ব্যবহার করার কয়েকটি খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া প্রয়োজন। হেডফোন ব্যবহার করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। গান শুনতে ভালবাসেন? হেডফোন আপনার সর্বক্ষণের সঙ্গী? তাহলে আপনার ইয়ারফোন অনেকদিন টিকবে। এক্ষেত্রে কী কী করবেন আর কী কী করবেন না, সেগুলো জেনে নেওয়া যাক।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। ইয়ারফোন কোথায়, কীভাবে রাখছেন সেটাও গুরুত্বপূর্ণ। একটা আলাদা পাউচ বা ব্যাগে ইয়ারফোন রাখা উচিত যাতে সেটা জড়িয়ে বা পেঁচিয়ে না যায়।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। ইয়ারফোন জড়িয়ে গেলে তা নষ্ট হয়ে যেতে পারে। যদি কখনও ইয়ারফোন পেঁচিয়ে যায় তাহলে সেটার জট খোলার সময় সতর্ক থাকুন।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। অন্য কারও সঙ্গে ইয়ারফোন শেয়ার না করাই ভাল। যদি শেয়ার করে থাকেন, তাহলে অবশ্যই পরিষ্কার করে নিয়ে তারপর আবার ব্যবহার করুন। নাহলে সংক্রমণের সম্ভাবনা থাকবে। তাই সতর্ক থাকা প্রয়োজন।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ইয়ারফোন অনেকদিন ভালভাবে টিকিয়ে রাখতে চাইলে নিয়মিত ডিভাইস পরিষ্কার করতে হবে। ইয়ারবাডস কিংবা তুলো এবং স্পিরিট দিয়ে পরিষ্কার করতে পারেন ইয়ারফোন।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। অতিরিক্ত আওয়াজ দিয়ে ইয়ারফোন ব্যবহার না করাই ভাল। খুব বেশি আওয়াজ দিয়ে হেডফোন ব্যবহার করলে, তা সহজেই নষ্ট হয়ে যেতে পারে। ইয়ারফোনের মাইক-স্পিকার ফেটে যেতে পারে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ফোন কিংবা অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের মতো ইয়ারফোনও পরিষ্কার করা দরকার। কারণ ইয়ারফোনের যে অংশ দিয়ে শব্দ শোনা যায় সেখানে ধুলো জমে ডিভাইস খারাপ হয়ে যেতে পারে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। এখন বাজারে বিভিন্ন ধরনের ইয়ারফোন পাওয়া যাবে। ওয়্যারড ইয়ারফোন, ওয়্যারলেস হেডসেট, ব্লুটুথ ইয়ারফোন, ইয়ারবাডস- ইত্যাদি। সব ধরনের ইয়ারফোনই সাবধানে রাখলে এবং কিছু নিয়ম মেনে যত্ন করলে অনেকদিন পর্যন্ত ভালভাবে কাজ করবে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। কান পরিষ্কার করার বাডসের মাথায় অল্প তুলো লাগিয়ে এবং সামান্য স্পিরিট বা নেলপলিশ রিমুভার দিয়ে ইয়ারফোন পরিষ্কার করে নিতে পারেন। তবে স্পিরিট বা রিমুভার খুব সামান্য পরিমাণে দিতে হবে।
Published at : 15 Jan 2026 12:23 AM (IST)