Laptops: কীভাবে ব্যবহার করলে অনেকদিন ভাল থাকবে আপনার ল্যাপটপ? রইল কিছু সহজ টিপস
Tech Tips: ল্যাপটপ ব্যবহারের কয়েকটি নিয়ম রয়েছে। সেগুলি মেনে চলতে পারলে অনেকদিন পর্যন্ত ভাল থাকবে আপনার ডিভাইস। কীভাবে ব্যবহার করবেন ল্যাপটপ? জেনে নিন।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। আজকাল পড়াশোনার কাজ, অফিসের কাজ, প্রায় সবক্ষেত্রেই ল্যাপটপ কাজে লাগে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। ল্যাপটপ ব্যবহারের কয়েকটি নিয়ম রয়েছে। সেগুলি মেনে চললে অনেকদিন পর্যন্ত ভাল থাকবে আপনার ডিভাইস।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। ল্যাপটপ ব্যবহার করলে চার্জ দিতে হবে। তবে সারাক্ষণ চার্জে বসিয়ে রাখবেন না ল্যাপটপ। অতিরিক্ত চার্জ দিলেও ল্যাপটপ খারাপ হতে পারে।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। ল্যাপটপে অকাজের সফটওয়্যার কিংবা অপ্রয়োজনীয় অ্যাপ রাখবেন না। নাহলে ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। যদি চান যে সারা বছর আপনার ল্যাপটপ দ্রুত গতিতে কাজ করুক, তাহলে অবশ্যই ডিভাইসে বাড়তি জিনিস রাখবেন না।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। ল্যাপটপ আপডেট করা খুব জরুরি। নাহলে ডিভাইস যে শুধু স্লো হয়ে যাবে তা নয়, ল্যাপটপের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। আপনার ডিভাইস প্রোটেক্টেড রাখা জরুরি।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। ল্যাপটপের যাবতীয় সফটওয়্যার আপডেটেড রাখার পাশাপাশি ল্যাপটপে থাকা অ্যাপগুলিও আপডেটেড রাখতে হবে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। ল্যাপটপ চার্জে বসানোর সময় কোনও টেবিলের উপর রাখা ভাল। বিছানার উপর রেখে ল্যাপটপ চার্জ দিলে ডিভাইস গরম হয়ে যেতে পারে।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। ল্যাপটপে যেকোনও চার্জিং পোর্ট, ইউএসবি কেবল, এগুলি যুক্ত করবেন না। ডিভাইসে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হতে পারে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। ল্যাপটপ থেকে ফোন কিংবা পাওয়ার ব্যাঙ্কে চার্জ না দেওয়াই ভাল। এর ফলে ডিভাইস ক্রমাগত দুর্বল হয়ে যেতে পারে।
Published at : 04 Jan 2026 08:38 AM (IST)