Smartphone Use Hacks: ভীষণ স্লো হয়ে গিয়েছে ফোন? মাঝে মাঝেই সাদা-কালো হয়ে যাচ্ছে স্ক্রিন? কীভাবে মিলবে চটজলদি সমাধান
Tech Tips: ফোনের স্ক্রিন কালো কিংবা সাদা হয়ে গেলে, ফোন ভীষণ ধীর গতিতে কাজ করলে একবার ফোন রিস্টার্ট করেও দেখতে পারেন। এই উপায়েও মিলবে সমাধান।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
স্মার্টফোন স্লো হয়ে গিয়েছে? মাঝে মাঝেই স্ক্রিন কালো হয়ে যাচ্ছে কিংবা সাদা হয়ে যাচ্ছে?
2/10
এইসব সমস্যা এড়ানোর জন্য সহজ কয়েকটি টিপস মেনে চলতে পারেন, উপকার পাবেন আপনি। কী কী করবেন, দেখে নিন।
3/10
স্মার্টফোন খুব ধীর গতিতে কাজ করা শুরু করলে ফোন থেকে সবার আগে অপ্রয়োজনীয় অ্যাপগুলি ডিলিট করে দিন।
4/10
যে অ্যাপগুলি রোজ কাজে লাগে, ফোনে থাকা সেইসব অ্যাপ নিয়মিত আপডেট করে রাখুন। তাহলে ফোন সহজে স্লো হবে না।
5/10
নিয়মিত ফোন আপডেট করুন। অর্থাৎ ফোনের সফটওয়্যার আপডেটেড রাখুন। তাহলে ফোন সহজে স্লো হবে না।
Continues below advertisement
6/10
যদি নিয়মিত ফোন হ্যাং করেন, তাহলে ফোনের মেমোরি খালি রাখার চেষ্টা করুন। তাহলে ফোন সহজে হ্যাং হবে না।
7/10
যাঁরা ফোনে প্রচুর কাজ করেন, গেম খেলেন, তাঁরা একটাই ফোনে সব কাজ করতে যাবেন না। সম্ভব হলে দুটো আলাদা ফোন রাখতে পারলে ভাল।
8/10
ফোন ব্যবহারের ক্ষেত্রে যত্নশীল হওয়া জরুরি। একটা অ্যাপ খুলে সেখানে কাজ হয়ে গেলে, সেটা আগে বন্ধ করে দিন। তারপর নতুন অ্যাপ খুলে কাজ করুন।
9/10
ফোনে প্রচুর ছবি, ভিডিও, গেম, সিনেমা, গান ডাউনলোড করা থাকলে ফোন হ্যাং করতে পারে। ধীর গতিতে কাজ করতে পারে। তাই কাজের জিনিস ছাড়া বেশি কিছু ডাউনলোড না রাখাই ভাল।
10/10
ফোনের স্ক্রিন কালো কিংবা সাদা হয়ে গেলে, ফোন ভীষণ ধীর গতিতে কাজ করলে একবার ফোন রিস্টার্ট করেও দেখতে পারেন। এই উপায়েও মিলবে সমাধান।
Published at : 03 Jan 2026 03:46 PM (IST)