WiFi Problem: মাঝে মাঝেই গন্ডগোল করছে বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্ক? সহজে সমস্যা মেটাবেন কীভাবে
Tech Tips: আজকাল প্রায় সকলের বাড়িতেই রয়েছে ওয়াই-ফাই রাউটার। অনেকের ক্ষেত্রেই বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কের সমস্যা প্রায়শই দেখা যায়। কীভাবে এই সমস্যার সমাধান হবে? রইল কিছু সহজ টিপস।
Continues below advertisement
ছবি সূত্র- পিক্সেলস
Continues below advertisement
1/10
ছবি সূত্র- পিক্সেলস। আজকাল ইন্টারনেটে কাজ থাকে প্রায় সকলেরই। আর এর জন্য বাড়িতে অনেকেই লাগিয়ে নেন ওয়াই-ফাই রাউটার।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। কিন্তু বাড়ির ওয়াই-ফাই রাউটারে কাজ করতে বসে অনেকেই ইন্টারনেট কানেকশনে প্রচুর সমস্যার সম্মুখীন হন। মাঝে মাঝেই একদম ডাউন হয়ে যায় কানেকশন।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়ির ওয়াই-ফাই রাউটার যাতে ঠিকভাবে কাজ করে, কাজ করতে বসে আপনি যাতে কোনও সমস্যার সম্মুখীন না হন, তার জন্য রইল সহজ কয়েকটি টিপস।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়িতে এমন জায়গায় রাউটার রাখুন যাতে তার চারপাশ ফাঁকা থাকে। তাহলে ওয়াই-ফাই কানেকশন ভালভাবে কাজ করবে। এক কোণে, অনেক জিনিস আড়ালে ডিভাইস রাখলে খারাপ কানেকশন পেতে পারেন আপনি।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। যদি একসঙ্গে অনেকগুলো ডিভাইস একটিই ওয়াই-ফাই কানেকশন থেকে চালান তাহলে, হাই স্পিডের ইন্টারনেট কানেকশন রাখুন আপনার বাড়ির ওয়াই-ফাই রাউটারের সঙ্গে। তাতে খরচ কিছুটা বেশি হতে পারে।
Continues below advertisement
6/10
ছবি সূত্র- পিক্সেলস। বাড়ির ওয়াই-ফাই কানেকশনে সমস্যা দেখা দিলে, একবার রাউটার বন্ধ করে আবার চালু করুন। শুনতে হাস্যকর লাগলেও এই রিস্টার্ট পদ্ধতি আদতে অনেক কাজেই লাগে।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। ওয়াই-ফাই রাউটার পরিষ্কার রাখুন। অনেক সময়েই পোর্টগুলির মুখে ধুলো জমে ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে। বাড়ির ওয়াই-ফাই রাউটার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এইসব সমস্যা দেখা দেবে না।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। আপনার ওয়াই-ফাই রাউটার আপডেটেড রাখুন সবদিক থেকেই। যদি ডিভাইসে কোনও আপডেট আসে, তা খেয়াল রেখে করে নিন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। অফিসের কাজ কিংবা পড়াশোনার কাজে ওয়াই-ফাই কানেকশন ব্যবহার করলে, ভাল ইন্টারনেট পরিষেবা পেতে রাউটারের কাছাকাছি জায়গায় কাজ করতে বসাই ভাল।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। সুরক্ষার জন্য ওয়াই-ফাই রাউটার প্রোটেক্টেড রাখুন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে। তাহলে যে কেউ আপনার ডিভাইসের অ্যাকসেস পাবে না।
Published at : 03 Jan 2026 08:22 AM (IST)