Tech Tips: বেড়ানোর সময়েও স্মার্ট ডিভাইসে প্রতারণার ফাঁদ, কীভাবে সুরক্ষিত থাকবেন?
ছবি সৌজন্যে- পিক্সেলস। বেড়াতে গেলে আমরা অনেকসময়েই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করি। তবে নিজের স্মার্টফোন কিংবা অন্যান্য ডিভাইস সুরক্ষিত রাখার জন্য একেবারেই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে- পিক্সেলস। ফ্রি ওয়াই-ফাইয়ের আড়ালে বেশিরভাগ সময়েই থাকে প্রতারণার ফাঁদ। তাই রেলস্টেশন, বিমানবন্দরে থাকা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার না করাই ভাল।
ছবি সৌজন্যে- পিক্সেলস। ফোনে চার্জ না থাকলে আমরা অনেক সময়েই পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার করি। মানে রেলস্টেশন কিংবা বিমানবন্দরে থাকা চার্জিং পোর্ট থেকে ফোনে চার্জ না দেওয়াই ভাল।
ছবি সৌজন্যে- পিক্সেলস। পাবলিক চার্জিং স্টেশন বা পোর্টের মাধ্যমে আপনার ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার। তার ফলে আপনার ফোন হ্যাক করা প্রতারকদের পক্ষে অনেক সুবিধাজনক হয়ে যাবে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। আপনার ফোনে থাকা যাবতীয় অ্যাপ এবং তার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে ভালভাবে সুরক্ষিত করে রাখতে হবে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। একই ধরনের পাসওয়ার্ড ব্যবহার না করে নতুন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ভাল এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে সহজে আপনার ফোনের অ্যাপ কিংবা অন্যান্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। আপনার ডিভাইস একদম আপডেট ভার্সানে রাখতে হবে। অর্থাৎ সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর সুবিধা অনেক।
ছবি সৌজন্যে- পিক্সেলস। আপনার স্মার্টফোনে যদি সফটওয়্যার একদম লেতেস্ট ভার্সানে আপডেট করা থাকে তাহলে সমস্ত ধরনের সিকিউরিটি ফিচারের সুবিধা পাবেন আপনি।
ছবি সৌজন্যে- পিক্সেলস। স্মার্টফোনে ইউজারের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বেশ কিছু ফিচারের সেটিংস ঠিক করে রাখা যায়। এইসব সেটিংস সম্পর্কে জেনে রাখা দরকার বেড়াতে যাওয়ার আগে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। সবার আগে নিজের ফোনের লোকেশন বন্ধ করে রাখুন। তাহলে আপনি কোথায় আছেন সেটা সহজে বুঝতে পারবে না হ্যাকাররা। বেড়াতে গেলে ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রায় সকলেরই অভ্যাস। নিজেকে সুরক্ষিত রাখতে বেড়ানো থেকে ফিরে ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাই ভাল হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -