Tecno Pova 4: টেকনো পোভা ৪ লঞ্চ হয়েছে ভারতে, এই ফোনের দাম ও বিভিন্ন স্পেসিফিকেশন দেখে নিন
ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা ৪ (Tecno Pova 4)। টেকনো সংস্থার এই স্মার্টফোনে (Tecno Smartphone) রয়েছে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ফোনে একটি মিডিয়াটেক জি৯৯ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এই র্যামের পরিমাণ আরও ৫ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ভার্চুয়াল র্যাম ফিচারের সাহায্যে।
এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে রয়েছে যার উপরের দিকে মাঝ বরাবর রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত রয়েছে।
টেকনো পোভা ৪ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে Dual LED Flash।
ভারতে টেকনো পোভা ৪ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
Cryolite Blue এবং Uranolith Grey- এই দুই রঙে টেকনো পোভা ৪ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো যায়।
টেকনো পোভা ৪ ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারও রয়েছে এই ফোনে। Android 12-based HiOS 12.0- এর সাহায্যে পরিচালিত হবে টেকনো পোভা ৪ ফোন।
এটি একটি IPX2 রেটিং প্রাপ্ত Splash Resistance ডিভাইস। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। সেখানে রয়েছে DTS Audio Tchnology সাপোর্ট। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে HD Resolution।
রিয়েলমি ১০ প্রো সিরিজ (Realme 10 Pro Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো (realme 10 Pro) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস (Realme 10 Pro Plus)- এই দুই ফোন।
রিয়েলমি ১০ প্রো সিরিজের দুটো ফোনেই থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -