Tecno Pova 4: টেকনো পোভা ৪ লঞ্চ হয়েছে ভারতে, এই ফোনের দাম ও বিভিন্ন স্পেসিফিকেশন দেখে নিন
Tecno Smartphone: টেকনো পোভা ৪ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা ৪ (Tecno Pova 4)। টেকনো সংস্থার এই স্মার্টফোনে (Tecno Smartphone) রয়েছে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
2/10
এই ফোনে একটি মিডিয়াটেক জি৯৯ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এই র্যামের পরিমাণ আরও ৫ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ভার্চুয়াল র্যাম ফিচারের সাহায্যে।
3/10
এই ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে রয়েছে যার উপরের দিকে মাঝ বরাবর রয়েছে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত রয়েছে।
4/10
টেকনো পোভা ৪ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে Dual LED Flash।
5/10
ভারতে টেকনো পোভা ৪ ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
6/10
Cryolite Blue এবং Uranolith Grey- এই দুই রঙে টেকনো পোভা ৪ ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো যায়।
7/10
টেকনো পোভা ৪ ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারও রয়েছে এই ফোনে। Android 12-based HiOS 12.0- এর সাহায্যে পরিচালিত হবে টেকনো পোভা ৪ ফোন।
8/10
এটি একটি IPX2 রেটিং প্রাপ্ত Splash Resistance ডিভাইস। ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এই ফোনে। সেখানে রয়েছে DTS Audio Tchnology সাপোর্ট। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে HD Resolution।
9/10
রিয়েলমি ১০ প্রো সিরিজ (Realme 10 Pro Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো (realme 10 Pro) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস (Realme 10 Pro Plus)- এই দুই ফোন।
10/10
রিয়েলমি ১০ প্রো সিরিজের দুটো ফোনেই থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর।
Published at : 08 Dec 2022 12:20 AM (IST)