Tecno Spark 9: ভারতে লঞ্চ হবে টেকনো সংস্থার নতুন ফোন, থাকছে ১১ জিবি র্যাম, দাম শুনলে অবাক হবেন
প্রতীকী ছবি
1/10
ভারতে টেকনো স্পার্ক ৯ লঞ্চ হতে চলেছে আগামী ১৮ জুলাই। দেখে নিন এই ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার।
2/10
১১ জিবি র্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে আসছে টেকনো স্পার্ক ৯, দাম ১০ হাজারেরও কম হবে বলে শোনা যাচ্ছে।
3/10
উল্লেখ্য, ৬ জিবি ফিজিক্যাল র্যাম এবং ৫ জিবি এক্সটেন্ডেবল ভার্চুয়াল র্যাম থাকবে টেকনো স্পার্ক ৯ ফোনে। আর থাকবে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ।
4/10
১০ হাজারের মধ্যে টেকনো স্পার্ক ৯ ফোনের দাম হবে শোনা গেলেও এই ফোনের নির্দিষ্ট দাম এখনও জানা যায়নি।
5/10
টেকনো স্পার্ক ৯ ফোন সম্ভবত কেনা যাবে অ্যামাজন থেকে। কারণ এই ই-কমার্স সাইটে টেকনো মোবাইলের আসন্ন মডেলের জন্য একটি মাইক্রো সাইট তৈরি হয়েছে।
6/10
ইনফিনিটি ব্ল্যাক এবং স্কাই মিরর, এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ৯ ফোন।
7/10
ফোনের যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে ডিজাইন দেখে মনে হচ্ছে টেকনো মোবাইলের আসন্ন ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে একটি চৌকো আকৃতির ক্যামেরা মডিউল থাকতে পারে। সেখানে ডুয়াল ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। এছাড়াও ফোনের পিছনের অংশে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
8/10
টেকনো স্পার্ক ৯ ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে।
9/10
এই ফোনে একটি ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। এছাড়াও টেকনো স্পার্ক ফোনে অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স সাপোর্ট থাকতে পারে।
10/10
ক্যামেরা ফিচারের দিক থেকে টেকনো স্পার্ক ৯ ফোনে কী কী চমক থাকতে চলেছে সেই ব্যাপারে নির্দিষ্ট করে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
Published at : 18 Jul 2022 12:49 AM (IST)