Budget Smartphone: ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বাজেট ফোনের, জানুন টেকনো- র নতুন ফোনের খুঁটিনাটি
ভারতে সদ্য লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ৯টি ফোন। এটি একটি বাজেট স্মার্টফোন। অর্থাৎ সাধ্যের মধ্যেই রয়েছে দাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। আগামী ৬ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। অ্যাটলান্টিক ব্লু এবং টার্কওয়াইজ সিয়ান- এই দুই রঙে পাওয়া যাবে টেকনো স্পার্ক ৯টি ফোন।
টেকনো স্পার্ক ৮টি ফোনের সাকসেসর মডেল হল টেকনো স্পার্ক ৯টি। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৭ জিবি র্যাম। আর রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের AI ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর।
টেকনো স্পার্ক ৯টি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফ্রন্ট ক্যামেরায় ডুয়াল ফ্ল্যাশও আছে।
এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। তার সঙ্গে HiOS 7.6 এবং অ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট রয়েছে এই ফোনে।
এমনিতে এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। তবে Memory Fusion প্রযুক্তির সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ থেকে ৩ জিবি ব্যবহার করে র্যামের পরিমাণ বাড়িয়ে ৭ জিবি করা সম্ভব।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো স্পার্ক ৯টি ফোনে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেরলের একটি সেনসর এবং আর একটি এআই সেনসর। কম আলোতেও যাতে ভাল ছবি তোলা যায় সেইজন্য এই ফোনের ক্যামেরায় রয়েছে সুপার নাইট মোড।
এই ফোন একটি IPX2 splash-resistant ডিভাইস। দাম অনুসারে ফোনের ফিচার ও স্পেসিফিকেশন চমক দিচ্ছে গ্যাজেট প্রেমীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -