Budget Smartphone: ভারতে ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে বাজেট ফোনের, জানুন টেকনো- র নতুন ফোনের খুঁটিনাটি
Tecno Spark 9T: টেকনো স্পার্ক ৮টি ফোনের সাকসেসর মডেল হল টেকনো স্পার্ক ৯টি। এটিই লঞ্চ হয়েছে ভারতে।
প্রতীকী ছবি
1/10
ভারতে সদ্য লঞ্চ হয়েছে টেকনো স্পার্ক ৯টি ফোন। এটি একটি বাজেট স্মার্টফোন। অর্থাৎ সাধ্যের মধ্যেই রয়েছে দাম।
2/10
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯২৯৯ টাকা। আগামী ৬ অগস্ট থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
3/10
ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। অ্যাটলান্টিক ব্লু এবং টার্কওয়াইজ সিয়ান- এই দুই রঙে পাওয়া যাবে টেকনো স্পার্ক ৯টি ফোন।
4/10
টেকনো স্পার্ক ৮টি ফোনের সাকসেসর মডেল হল টেকনো স্পার্ক ৯টি। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
5/10
এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৭ জিবি র্যাম। আর রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের AI ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর।
6/10
টেকনো স্পার্ক ৯টি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ফ্রন্ট ক্যামেরায় ডুয়াল ফ্ল্যাশও আছে।
7/10
এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। তার সঙ্গে HiOS 7.6 এবং অ্যান্ড্রয়েড ১১ সাপোর্ট রয়েছে এই ফোনে।
8/10
এমনিতে এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। তবে Memory Fusion প্রযুক্তির সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ থেকে ৩ জিবি ব্যবহার করে র্যামের পরিমাণ বাড়িয়ে ৭ জিবি করা সম্ভব।
9/10
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো স্পার্ক ৯টি ফোনে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেরলের একটি সেনসর এবং আর একটি এআই সেনসর। কম আলোতেও যাতে ভাল ছবি তোলা যায় সেইজন্য এই ফোনের ক্যামেরায় রয়েছে সুপার নাইট মোড।
10/10
এই ফোন একটি IPX2 splash-resistant ডিভাইস। দাম অনুসারে ফোনের ফিচার ও স্পেসিফিকেশন চমক দিচ্ছে গ্যাজেট প্রেমীদের।
Published at : 28 Jul 2022 05:05 PM (IST)