Telecom Bill 2022: ভুয়ো কল থেকে সুরক্ষা ! ফোন এলেই জানতে পারবেন অন্যদিকে কে , আসছে নতুন বিল
টেলিকম গ্রাহকদের সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। নতুন টেলিকম বিলে থাকবে সেই 'রক্ষকবচ'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার থেকে লোন, ক্রেডিট কার্ড বা লটারি জেতার অছিলায় ফোন করে আপনাকে 'উত্তক্ত' করতে পারবে না কেউ। ফোন এলেই জানতে পারবেন কে রয়েছে অপর প্রান্তে।
সম্প্রতি নতুন বিলের খসড়ায় তেমনই একটি বিকল্প রেখেছে সরকার। মূলত, অনলাইন জালিয়াতি থেকে টেলিকম গ্রাহকদের বাঁচাতে এই ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, টেলিকম বিল ২০২২-এর খসড়া তৈরি হয়ে গিয়েছে । এই বিলে অনেক বিষয় থাকলেও ব্যবহারকারীদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবার থেকে কেউ কল করলে তার তথ্য পেয়ে যাবেন আপনি।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ব্যবহারকারীদের প্রতারণা থেকে রক্ষাকবচ কেবল মোবাইল কল বা ল্যান্ডলাইন কলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বরং এর মধ্যে রয়েছে ফেস রিডিং, জুম কল, হোয়াটসঅ্যাপ কল, ফেসটাইমও।
নতুন খসড়ায়, টেলিকম পরিষেবা প্রদানকারীর কেওয়াইসি বাধ্যতামূলক হবে, যাতে ব্যবহারকারী সম্পূর্ণ তথ্য পেতে পারবেন। এইভাবে সব কলিং প্ল্যাটফর্ম এই পরিধির আওতায় আনা হবে। সেটা ডাটা কলিং হোক বা মোবাইল কলিং। এই চিন্তা মাথায় রেখেই পুরো খসড়া তৈরি করা হয়েছে।
সম্প্রতি আমেরিকা, রাশিয়া, স্পেনের পর এবার ভারতে হানা দিয়েছে নতুন ব্যাঙ্ক জালিয়াতি ভাইরাস। সম্প্রতি এই ভাইরাস নিয়ে সতর্কবার্তা জারি করেছে দেশের সাইবার সিকিউরিটি এজেন্সি CERT।
সংস্থার তরফে জানানো হয়েছে, SOVA Android Trojan-এর মাধ্যমে গ্রাহকদের নিশানা করা হচ্ছে। এই ব্যাঙ্কিং ট্রোজান কী-লগিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড চুরি করে।
পাশাপাশি কুকি ডেটা চুরি করে ব্যবহারকারীদের প্রতারিত করার জন্য অনেক অ্যাপে অ্যাড করে। জুলাই ২০২২ থেকে ভারত সহ আরও অনেক দেশ এর শিকার হচ্ছে।
মিডিয়া রিপোর্ট বলছে, এই ম্যালওয়্যারের সর্বশেষ সংস্করণটি ক্রোম, অ্যামাজনের মতো জনপ্রিয় অ্যাপগুলির লোগো-সহ প্লে স্টোরে থাকা নকল অ্যান্ড্রয়েড অ্যাপগুলির মধ্যে নিজেকে লুকিয়ে রাখে। ব্যবহারকারীরা যখন ব্যাঙ্কিং অ্যাপে লগ ইন করে তাদের অ্যাকাউন্টে ঢোকে
তখন এই ম্যালওয়্যার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সহ ব্যাঙ্কিং শংসাপত্রগুলি নিয়ে নেয়৷ এই বিষয়ে সরকার একটি তালিকা প্রকাশ্যে এনেছে।
যা দেখে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা এই বিপজ্জনক ব্যাঙ্কিং ম্যালওয়্যার থেকে নিজেদের রক্ষা করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -