Airtel: মহার্ঘ হচ্ছে এয়ারটেলে কথা বলার খরচ? বাড়তে পারে রিচার্জ প্ল্যান!

Airtel Recharge Plan: দেশের বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল ভারতী এয়ারটেল তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে

এয়ারটেলের ন্যূনতম মাসুল বৃদ্ধি

1/6
মোবাইলে এবার বাড়তে পারে বিল? এয়ারটেলে সার্কেলে প্রিপেইড শুল্ক বাড়াতে চলেছে, এমনটাই খবর। মোবাইল পরিষেবার ন্যূনতম মাসুল এক ধাক্কায় ৫৬ টাকা বাড়াল ভারতী এয়ারটেল।
2/6
Bharti Airtel যারা পোর্টিং করছে তাদের জন্য দুটি সার্কেলে প্রিপেইড শুল্ক বাড়িয়েছে। দেশ জুড়ে জল্পনা, এটা কি টেলিকম সংস্থাটির বাজারে জল মাপার চেষ্টা?
3/6
হরিয়ানা, ওড়িশায় এয়ারটেলের ২জি-ই বেশি। যার ন্যূনতম মাসুল ছিল ৯৯ টাকা। বেড়ে হল ১৫৫ টাকা। তবে সংস্থার দাবি, এতে যত খুশি কথা বলা যাবে। বাড়তি ইন্টারনেটও (১ জিবি) মিলবে।
4/6
রিপোর্ট অনুযায়ী, Airtel তার ন্যূনতম রিচার্জ প্ল্যানের খরচ ৫৭% বাড়িয়ে ১৫৫ টাকা করেছে, যে প্যাকে গ্রাহকদের ২৮ দিনের বৈধতা অফার করা হয়।
5/6
তাহলে কি এই দুই রাজ্য ছাড়া আর কোথাও Airtel Plan-এর খরচ বাড়বে না? প্রতিবেদনটিতে এ-ও উল্লেখ করা হয়েছে, Airtel তার রিচার্জ প্যাকের খরচ বৃদ্ধির ট্রায়াল শুরু করেছে।
6/6
গত বছর এই একই হার ২০ টাকা বেড়েছিল। তবে শুধু হরিয়ানা এবং ওড়িশার গ্রাহকদের জন্য এবার এই মূল্যবৃদ্ধি হচ্ছে বলে খবর।
Sponsored Links by Taboola