Airtel: মহার্ঘ হচ্ছে এয়ারটেলে কথা বলার খরচ? বাড়তে পারে রিচার্জ প্ল্যান!
মোবাইলে এবার বাড়তে পারে বিল? এয়ারটেলে সার্কেলে প্রিপেইড শুল্ক বাড়াতে চলেছে, এমনটাই খবর। মোবাইল পরিষেবার ন্যূনতম মাসুল এক ধাক্কায় ৫৬ টাকা বাড়াল ভারতী এয়ারটেল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppBharti Airtel যারা পোর্টিং করছে তাদের জন্য দুটি সার্কেলে প্রিপেইড শুল্ক বাড়িয়েছে। দেশ জুড়ে জল্পনা, এটা কি টেলিকম সংস্থাটির বাজারে জল মাপার চেষ্টা?
হরিয়ানা, ওড়িশায় এয়ারটেলের ২জি-ই বেশি। যার ন্যূনতম মাসুল ছিল ৯৯ টাকা। বেড়ে হল ১৫৫ টাকা। তবে সংস্থার দাবি, এতে যত খুশি কথা বলা যাবে। বাড়তি ইন্টারনেটও (১ জিবি) মিলবে।
রিপোর্ট অনুযায়ী, Airtel তার ন্যূনতম রিচার্জ প্ল্যানের খরচ ৫৭% বাড়িয়ে ১৫৫ টাকা করেছে, যে প্যাকে গ্রাহকদের ২৮ দিনের বৈধতা অফার করা হয়।
তাহলে কি এই দুই রাজ্য ছাড়া আর কোথাও Airtel Plan-এর খরচ বাড়বে না? প্রতিবেদনটিতে এ-ও উল্লেখ করা হয়েছে, Airtel তার রিচার্জ প্যাকের খরচ বৃদ্ধির ট্রায়াল শুরু করেছে।
গত বছর এই একই হার ২০ টাকা বেড়েছিল। তবে শুধু হরিয়ানা এবং ওড়িশার গ্রাহকদের জন্য এবার এই মূল্যবৃদ্ধি হচ্ছে বলে খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -