Telegram Scam: অনলাইন কাজে অনেক টাকার প্রলোভন, টেলিগ্রামের ফাঁদে কীভাবে ৭ লক্ষ খোয়ালেন যুবক ?

Cyber Scam: এই জালিয়াতরা যুবককে একটি লিঙ্ক দিয়েছিল এবং সেই লিঙ্ক খুলেই ল্যাপটপে কাজ সম্পূর্ণ করতে বলে। এভাবে প্রথম কয়েকদিন লিঙ্ক খুলেই কাজ করতে থাকে সেই যুবক। তারপরে তাকে কিছু টাকা জমা করতে বলা হয়।

সাইবার জালিয়াতিতে ৭ লক্ষ খোয়ালেন যুবক

1/9
অনলাইনে বাড়িতে বসে কাজ করে প্রচুর টাকা আয়ের প্রলোভন দেখিয়ে যুবককে লুট করল জালিয়াতরা। নতুন চক্র টেলিগ্রামে।
2/9
অনলাইনে কাজ করতে গিয়ে সেটি সম্পূর্ণ করতে বলে যুবকের থেকে ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চম্পট জালিয়াতরা।
3/9
সংবাদসূত্র অনুসারে, এই জালিয়াতরা যুবককে একটি লিঙ্ক দিয়েছিল এবং সেই লিঙ্ক খুলেই ল্যাপটপে কাজ সম্পূর্ণ করতে বলে।
4/9
এভাবে প্রথম কয়েকদিন লিঙ্ক খুলেই কাজ করতে থাকে সেই যুবক। তারপরে তাকে কিছু টাকা জমা করার জন্য বলা হয়।
5/9
নির্দেশ মেনে সেই যুবকও টাকা জমা করে দেয় নির্দিষ্ট অ্যাকাউন্টে। এভাবে পরপর ১৬ বারে ৭ লক্ষ টাকা জমা করে দেয় সেই যুবক।
6/9
যখনই এরপরে টাকা জমা করতে অস্বীকার করেন যুবক, এই জালিয়াতরা তাকে হুমকি দিতে শুরু করে যে টাকা জমা না করলে আগের টাকাও ফেরত পাবে না।
7/9
এরপরেই সেই যুবক বুঝতে পারেন যে তার সঙ্গে জালিয়াতি করা হচ্ছে। সাইবার অপরাধ দমন শাখায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
8/9
এই ধরনের জালিয়াতির হাত থেকে বাঁচতে ওয়ার্ক ফ্রম হোমের নামে যে সংস্থায় কাজ করছেন তার বিস্তারিত তথ্য জানা দরকার।
9/9
অপরিচিত বৈদেশিক নম্বর থেকে ফোন এলে তা ধরা যাবে না। কেউ যদি পুলিশকর্মী সেজে বা সরকারি আধিকারিক সেজে ফোন করে তাহলে গুরুত্ব দেওয়া বা ভয় পাওয়া যাবে না।
Sponsored Links by Taboola