Smartphones: বছরের শুরুতেই ভারতে আসছে এই স্মার্টফোনগুলি, কী কী লঞ্চ হবে জানুয়ারিতে? রইল তালিকা
নতুন বছর অর্থাৎ ২০২৩ সালে ভারতে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ হবে। জানুয়ারি মাসের শুরুতেই বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কয়েকটি ফোন লঞ্চের কথা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅবশেষে ভারতে পোকো সি৫০ (Poco C50) লঞ্চের দিন ঘোষণা করল পোকো (Poco Mobiles) সংস্থা। জানা গিয়েছে এই ফোন ৩ জানুয়ারি ভারতে লঞ্চ হবে।
ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে পোকো সি৫০ ফোন। ইতিমধ্যেই যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে হাল্কা নীল রঙে লঞ্চ হতে চলেছে পোকো সি৫০ ফোন।
অনুমান করা হচ্ছে, পোকো 'সি' সিরিজের এই ফোনের দাম ১০ হাজার টাকার আশপাশেই থাকবে। কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে বা নির্দিষ্ট দাম সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১২ ৫জি সিরিজ। আগামী ৫ জানুয়ারি এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে।
অনুমান করা হচ্ছে, ভারতে রেডমি নোট ১২ ৫জি সিরিজের মধ্যে রেডমি নোট ১২ ৫জি, রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হতে পারে।
এর মধ্যে 'প্রো প্লাস' মডেলে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। ইতিমধ্যেই রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনের ক্যামেরা ফিচার প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকবে।
ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ০৪ (Samsung Galaxy F04)। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং তাদের এই নতুন ফোন লঞ্চ করতে চলেছে আগামী ৪ জানুয়ারি।
ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) তরফে একটি মাইক্রোসাইটে এই তথ্য জানা গিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বাজেট স্মার্টফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
আগেই শোনা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি রেঞ্জের এই ফোনের দাম থাকবে মাঝামাঝি। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ০৪ ফোনের দাম হতে পারে ৮০০০ টাকার কম। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -