Smartphones: মে মাসে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোনগুলি, রইল সম্ভাব্য তালিকা
রিয়েলমি 'সি' সিরিজের (Realme C Series) নতুন ফোন রিয়েলমি সি৫৩ (Realme C53) ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবছর রিয়েলমি সংস্থা তাদের পঞ্চম বর্ষপূর্তি পালন করছে। সেই উপলক্ষ্যে রিয়েলমি সি৫৫ ফোন নতুন রেনফরেস্ট রঙে লঞ্চ হচ্ছে। এছাড়াও রিয়েলমির 'স্লিমেস্ট' ফোন হিসেবে রিয়েলমি নারজো এন৫৩ লঞ্চ হতে চলেছে।
মে মাসে একগুচ্ছ নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সম্প্রতি শোনা গিয়েছে, রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) - এই দুই ফোন দেশে লঞ্চ হতে চলেছে।
রেডমি এ২ সিরিজের এই দুই ফোন আগামী ১৯ মে ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে অক্টা-কোর প্রসেসর।
গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। রেডমি ইন্ডিয়ার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ভারতে রেডমি এ২ সিরিজ লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।
রিয়েলমি সংস্থা তাদের 'স্লিমেস্ট' ফোন (Slimmest Realme Phone) রিয়েলমি নারজো এন৫৩ (Realme Narzo N53) লঞ্চ করতে চলেছে ভারতে। আগামী ১৮ মে এই ফোন ভারতে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
রিয়েলমি নারজো এন সিরিজের দ্বিতীয় ফোন হিসেবে এই মডেল ভারতের বাজারে আসছে। এর আগে রিয়েলমি নারজো এন৫৫ লঞ্চ হয়েছিল।
মোটোরোলা এজ ৪০ ৫জি (Motorola Edge 40 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে।
চলতি মাসে অর্থাৎ মে মাসেই এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছেন জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব। মে মাসের শেষদিকে এই ফোন দেশে লঞ্চ হতে পারে।
লাভা অগ্নি ২ ৫জি (Lava Agni 2 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৬ মে। লাভা অগ্নি ৫জি (Lava Agni 5G) ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ২ ৫জি ফোন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -