Smartphones: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই দুই স্মার্টফোন, দেখে নিন তার ফিচার ও দাম
সম্প্রতি ওপ্পো এ৭৮ ৫জি (Oppo A78 5G) ফোনে লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppGlowing Black এবং Glowing Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো 'এ' সিরিজের নতুন ৫জি ফোন। ১৮ জানুয়ারি থেকে ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে।
কেনা যাবে ওপ্পো ই-স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। এসবিআই ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা অ্যামাজন থেকে এই ফোন কেনার সময় ফ্ল্যাট ১০ শতাংশ ছাড় পাবেন, প্রায় ১৩০০ টাকা।
এই ফোনের কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশন থাকছে। কিস্তি শুরু হবে ৩১৬৭ টাকা থেকে। এক্সচেঞ্জ অফারেও এই ফোন কিনতে পারেন। সেক্ষেত্রে ১৮,০৪৯ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি (Tecno Phantom X2 Pro 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
প্রি-বুকিংও করা যাবে এই ফোনের জন্য। টেকনো সংস্থার এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা।
Mars Orange এবং Stardust Grey- এই দুই রঙে লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোন। ভারতে এই ফোনের বিক্রি শুরু হবে ২৪ জানুয়ারি থেকে।
ওপ্পো 'এ' সিরিজের নতুন ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওপ্পো সংস্থার দাবি এই ফোনে পুরো অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে এক ঘণ্টা।
টেকনো ফ্যান্টম এক্স২ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
জানুয়ারি মাসেই ভারতে একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা রয়েছে ইনফিনিক্স (Infinix) সংস্থার। জানা গিয়েছে, ইনফিনিক্স জিরো ৫জি (২০২৩) (Infinix Zero 5G 2023), ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) এবং ইনফিনিক্স জিরোবুক আলট্রা (Infinix ZeroBook Ultra) ভারতে লঞ্চ হতে চলেছে। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -