Internet Speed: বাড়তি টাকা খরচ হবে না, এই কৌশলে বাড়িয়ে নিতে পারেন ইন্টারনেটের স্পিড

Internet Speed Increase: ৯০ শতাংশ মানুষই নিজের ওয়াইফাই নেটওয়ার্ক সঠিকভাবে সেট করতে পারেন না। কিন্তু এমন কিছু কৌশল রয়েছে যার মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে।

ইন্টারনেটের স্পিড এভাবে বাড়াতে পারবেন কোনও খরচ ছাড়াই

1/9
১ জিবি প্রতি সেকেন্ডের গতিতে আপনি যদি ইন্টারনেটের বা ওয়াই-ফাই প্ল্যান নিয়ে রাখেন, তাহলে দেখা যায় অনেকক্ষেত্রেই ২০০-৩০০ এমবিপিএস স্পিড আসে।
2/9
কিন্তু কেন এত কমে যায় ইন্টারনেটের স্পিড ? ৯০ শতাংশ মানুষই নিজের ওয়াইফাই নেটওয়ার্ক সঠিকভাবে সেট করতে পারেন না।
3/9
কিন্তু এমন কিছু কৌশল রয়েছে যার মাধ্যমে আপনার ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমেই হল, রাউটারকে ঘরের একেবারে মাঝামাঝি অবস্থানে রাখুন।
4/9
এতে চার দেয়ালেই সমানভাবে নেটওয়ার্ক ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও সিঙ্গল ব্যান্ডের বদলে ডুয়াল ব্যান্ডের রাউটার নেওয়া জরুরি।
5/9
এই ডুয়াল ব্যান্ড রাউটারের সাহায্যে সহজেই ৫ গিগাহার্ৎজের ব্যান্ড পাওয়া যায়। এতেই ইন্টারনেটের স্পিড দ্বিগুণ হয়ে যায়।
6/9
ঘর অনেক বড় হলে আপনাকে লাগাতে হবে Mesh Wifi Extension প্রযুক্তি। এতে পুরো ঘরেই সমান ব্যান্ডের ইন্টারনেট স্পিড বজায় থাকবে।
7/9
প্রতি তিন চারদিন অন্তর আপনাকে রাউটারটি ৫-১০ মিনিটের জন্য বন্ধ করে রাখা দরকার। এতে রাউটারের শক্তি বা কর্মক্ষমতা বজায় থাকবে।
8/9
রাউটারে ধুলো-ময়লা জমলে সেগুলিও পরিস্কার করে নেওয়া দরকার যা না করলে আপনার ইন্টারনেটের পারফরম্যান্স কমতে পারে।
9/9
রাউটারের পিছনে থাকা WPS বাটনের মাধ্যমে কোনও পাসওয়ার্ড ছাড়াই গেস্ট ডিভাইসে সংযোগ নিতে পারেন।
Sponsored Links by Taboola